
মোঃ আলমাছ হোসেন আওয়াল, বিশেষ প্রতিনিধি।
ইসলামপুরে পল্লী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে ফেকু বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার(১৬সেপ্টেম্বর) বারটা সময় উপজেলা বেলগাছা ইউনিয়নের বেলগাছা মিয়াপাড়া এলাকায় ফেকু বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণ আনতে গিয়ে এলাকায় মুসলিম উদ্দিন নামে এক ব্যক্তি আহত হন।তিনি চিকিৎসার জন্য ইসলামপুর হসপিটালে ভর্তি হন। ফেকু মিয়া বেলগাছা মিয়াপাড়া এলাকার মৃত মজাজল হক পুত্র।
এ দুর্ঘটনায় ফেকু অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাবুল আকন্দ ।
তিনি বলেন, ‘বারটা দিকে হঠাৎ করে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ফেকু ঘরে আগুন লাগে এবং মুহূর্তেই তার বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
এ সময় ঘরের মধ্যে থাকা মালামাল ও আসবাবপত্রসহ পিয়াজ,মরিচ,গম,ভুট্রা,কাউন,বাদাম,চাউল ও নগত সাত হাজার টাকা পুড়ে ছাই হয়ে গেছে। আমাদের ধারণা এতে পরিবারটির অন্তত ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
ইসলামপুর স্টেশন ফায়ার সার্ভিসে (ভারপ্রাপ্ত) কর্মকর্তা লিডার নজরুল ইসলাম জানান, বসতঘরে আগুনের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ষ্টেশন ত্যাগ করি।
সেখানে পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।