টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেনা ৬ কন্যার পিতা, দানবীরদের কাছে সাহায্যের আবেদন করছেন অসহায় পরিবার

বিশেষ প্রতিনিধিঃ


শারীরিক সুস্থতা ফিরে পেতে চিকিৎসার্থে, ০৪ নং কাচিয়া ইউনিয়নে, গুরুতর আহত হতদরিদ্র, মোঃ আকবর (৫০) মানবিক সহায়তা কামনা করেছেন।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ০৫ নং ওয়ার্ড, উজুল হক বেপারি বাড়ির” মৃত আব্দুল হামিদ “এর সন্তান মোঃ আকবর (৫০) ০৬ কন্যার পিতা, সে তার পরিবারের একমাত্র অবলম্বন। পেশাগতভাবে সে একজন কৃষক, তার অসুস্থতার কারণে বর্তমানে তার ০৬ কন্যা সহ পরিবারের অন্যান্য সদস্যদের তিনবেলা সংসার চালাতেই হিমশিম খেয়ে উঠেছে এই অসহায় পরিবারটি, না খেয়ে দিন কাটাতে হয়।

গ্রামের এক গৃহস্থের বাড়িতে কাজ করতে গিয়ে উঁচু থেকে মাটিতে পড়ে মারাত্মক আহত হন তিনি। এ সময় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনায় তার জীবন বাঁচলেও মেরুদণ্ডের হাড় ভেঙে তিনি কাজেকর্মে অচল হয়ে পড়ে। একদিকে পারিবারিকভাবে সংসারের ব্যয়নির্বাহ, অন্যদিকে সুস্থতার জন্য ব্যয়বহুল চিকিৎসা। এভাবে দিনের পর দিন তার সর্বশেষ অবলম্বন যা ছিল তাও প্রায় শেষ। এখন একেবারে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। ঢাকা পঙ্গু হাসপাতালে দীর্ঘ দিন চিকিৎসার একপর্যায় আকবর, এখন তার নিজ বাড়িতেই বিনা চিকিৎসায় ধুঁকে ধুঁকে অমানবিক জীবনযাপন করছে। চিকিৎসকের পরামর্শনুযায়ী উন্নত চিকিৎসার্থে তাকে উন্নত চিকিৎসা এবং সঠিক সময় চিকিৎসায় ব্যর্থ হলে তার শরীর চিরতরে পঙ্গু হয়ে যাবে।

এমন ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মেটানোর মতো তেমন সাধ্য তার পরিবারের নেই। নিরুপায় আকবরসহ তার পরিবার চিকিৎসাব্যয় মেটাতে সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার বিত্তবান, দানশীল দয়ালু ব্যক্তিত্ব, ব্যাংক-বীমা ও অর্থলগ্নী প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি সংস্থা এবং চিকিৎসা কেন্দ্রিক মানবিক সংগঠন সমূহ, এলাকার “এমপি ও বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের নিকট মানবিক সাহায্য কামনা করেছেন।

০৬ কন্যার পিতা মৃত্যুর সাথে পাঞ্জা লরা, অসহায় আকবরের পরিবারের পাশে, দানবীর ব্যক্তিদের কাছে সাহায্যের জন্য আবেদন করেছেন তার পরিবার।

সাহায্য পাঠাবার ঠিকানা :
মোঃ আকবর, পিতা মৃত: আব্দুল হামিদ।
ভোলা বোরহানউদ্দিন উপজেলার, ০৪ নং কাচিয়া ইউনিয়ন ০৫ নং ওয়ার্ড উজুল হক বেপারি বাড়ি।
মোবাইল: 01743516931, (বিকাশ)
01867189093.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *