পদ্মায় ট্রলার ডুবে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রলীগ নেতা তামিমের অকাল মৃত্যুতে”এমপি জ্যাকবের শোক প্রকাশ।

পদ্মায় ট্রলার ডুবে চরফ্যাশন সরকারি কলেজের ছাত্রলীগ নেতা তামিমের অকাল মৃত্যুতে”এমপি জ্যাকবের শোক প্রকাশ।

বিশেষ প্রতিনিধি,চরফ্যাশনঃ

বিস্ময়ের স্বাক্ষী আনন্দিত আনন্দে উল্লসিত ক্ষনের মাঝে হৃদয় নিঙ্গড়ানো বিষাদের ছাঁপ আর শোকাহত চিত্ত!!

গত ২৫/০৬/২০২২ ইং ভোলা জেলাস্থ চরফ্যাশন সরকারি কলেজ শাখার ছাত্রলীগ নেতা আল আফসার তামিম(২৪)পদ্মাসেতু উদ্বোধনী জনসভায় গিয়ে প্রমত্তা পদ্মায় ট্রলার ডুবিতে(সলিল সমাধি) নিখোঁজের তিন দিন পরে মমতদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌপুলিশ।নিখোঁজের তিনদিন পর সোমবার দুপুর ১টায় জাজিরা থানাধীন পিটার চর এলাকায় পদ্মা নদীতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।মৃত তামিমের পরিবার ও তার তামিমের ভগ্নিপতি মোঃ ইউনুস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।স্থানীয় লোকজন ভাসমান অবথায় মৃতদেহ দেখে,তার পর যে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন।এভাবে তামিমের মৃতদেহ শনাক্ত করা হয়।শেষ খবর পাওয়া পর্যন্ত জাজিরা থানা পুলিশ ও স্থানীয় নৌপুলিশ মিলে মরদেহটি থানায় নেওয়ার পর আনুষ্ঠানিকতা শেষে তামিমের পরিবারের কাছে লাশ হস্তান্তর করবেন বলে জানান ইউনুস মিয়া।

এদিকে তামিমের অকাল মৃত্যুতে গভীর শোক ও শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছেন চরফ্যাশন ও মনপুরার মাটি ও মানুষের নেতা,যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি মহোদয়।এ ছাড়াও শোক প্রকাশ করেছেন চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভি,পি,পৌর মেয়র এম,মোর্শেদ ও দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আলহাজ্ব আবুল হাসেম মহাজন।আরও গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করছেন,” দক্ষিন আইচা প্রেসক্লাব,ভোলা। মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা পুর্বক শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে,মহান আল্লাহ রব্বুল আলামীন কাছে তার জান্নাত কামনা করেন,আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *