বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ “এলাকায় আতঙ্ক

বোরহানউদ্দিনে রাতে ককটেল বিস্ফোরণ “এলাকায় আতঙ্ক

বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের আইডিয়াল স্কুল সংলগ্ন শহিদ খানের বাসার সামনে মেইন সড়কে ৩ টি ককটেল বিস্ফারণ হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। মঙ্গলবার রাত ১২ টা ১৫ মিনিটের সময় এ বিস্ফারণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতাকর্মীদের উপর ককটেল নিক্ষেপ করেছে ও ছাত্রলীগ নেতাকর্মীরা আহত হয়েছে এমন অভিযোগ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পির। ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের কর্মীসভা শেষে নেতা কর্মীরা বাড়িতে যাওয়ার সময় বিএনপি নেতাকর্মীরা তাদের উপর ককটেল নিক্ষেপ করেন। এসময় বিএনপি ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। নিক্ষেপ করা ককটেলের মধ্যে ৩ টি বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেন পুলিশ। পরে পৌর ৪নং ওয়ার্ড কাউন্সিলর সালাউদ্দিন পঞ্চায়েত, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও উপজেলা যুবলীগ সভাপতি তাজউদ্দিন খান, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মুন্না,সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি নজরুল ইসলামসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা ঘটনাস্থলে জরো হয়।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, রাতে বিস্ফোরণের শব্দ শুনতে পাই। ঘটনাস্থলে যাই। সেখানে অবিস্ফোরিত ২ টি ককটেল উদ্ধার করা হয়। অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *