
নিজস্ব প্রতিনিধি।
ভোলায় যানবাহনের চাহিদা বাড়ায় যত্রতত্র গড়ে উঠছে গ্যাস ফিলিং স্টেশন। নিয়মনীতি তোয়াক্কা না করেই ঝুঁকিপুর্ন জায়গায় এসব গ্যাস ফিলিং স্টেশন স্থাপন করছে একটি প্রভাবশালী মহল। স্থানীয় বাসিন্দাদের চরম আপত্তি উপেক্ষা করে জনবসতি ও ঝুঁকিপুর্ন স্থানে ফিলিং স্টেশন স্থাপনের কাজ চালু করেছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভোলা চরফ্যাশন আঞ্চলিক সড়কের কমরউদ্দিন বাজার সংলগ্ন উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জনবসতি এলাকায় এন আলম সুপার গ্যাস ফিলিং স্টেশন নামে একটি ফিলিং স্টেশন স্থাপনের কাজ চালু করেছে একটি মহল।সেখানে ফিলিং স্টেশনটি স্থাপন হলে স্থানীয় বাসিন্দারা চরম ঝুঁকিতে থাকবেন বলে তারা আশঙ্কা করছেন। তাই ওই জায়গায় স্থাপন না করে অন্যত্র স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। উত্তর দিঘলদী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বাসিন্দা সিরাজ গাঙ্গুলী জানান , এন আলম সুপার গ্যাস ফিলিং স্টেশনটি যে জায়গায় স্থাপনের উদ্যোগ নিয়েছে, সে জায়গার মধ্য দিয়ে এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তার লাইন ও খুঁটি বিদ্ধমান রয়েছে। আবার একই স্থানের পাশেই রয়েছে গ্রামীন ফোনের নেটওয়ার্ক টাওয়ার। তাই সেখানে গ্যাস ফিলিং স্টেশন তৈরি হলেআমরা বসবাসকারী বাসিন্দাগন চরম ঝূঁকির মধ্যে থাকবো। স্থানীয় রিপন আক্ষেপ প্রকাশ করে জানান, ঝুঁকিপুর্ন ওই জায়গা থেকে ফিলিং স্টেশনটি সরিয়ে অন্য যে কোন জায়গায় নির্মাণ করার জন্য ভোলা জেলা প্রশাসক বরাবর গত ০৩/১২/০২৩ ইং তারিখে আমরা এলাকাবাসী স্বাক্ষরিত লিখিত অভিযোগ দিয়েছি। কিন্তু কোন প্রতিকার পাইনি। এমনকি এলাকাবাসী ফিলিং স্টেশন স্থাপনের কাজ বন্ধের দাবি জানিয়ে মানববন্ধনও করেছি। কিন্তু কোন কর্ণপাত করেনি প্রশাসন। বরং কোনরকম তদন্ত কিংবা ব্যবস্থা না নিয়ে উল্টো জেলা প্রশাসক কার্যালয়ের অনাপত্তি সনদের দোহাই দিয়ে বিস্ফোরক অধিদপ্তর থেকে একটি লাইসেন্স সংগ্রহ করেছে এন আলম সুপার গ্যাস ফিলিং স্টেশন। এতে জনগণের মাঝে প্রশ্ন দেখা দিয়েছে।ঝুঁকিপুর্ন ওই জায়গায় চলমান ফিলিং স্টেশনের কাজ বন্ধ করে অন্যত্র স্থাপনের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের ভোলার সহকারী পরিচালক তোতা মিয়া জানান, টেকসই উন্নয়ন করতে হলে আমাদের অবশ্যই ফিলিং ও গ্যাস স্টেশনের দরকার। এক্ষেত্রে এলপিজি স্টেশন নির্মাণে পরিবেশ ও বিস্ফোরক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। আর কেউ অনুমতি ব্যতীত ও নীতিমালা ভঙ্গ করে ঝুঁকিপূর্ণভাবে ফিলিং স্টেশন নির্মাণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।জনবসতিপূর্ণ এলাকায় নতুন গ্যাস ফিলিং স্টেশন নির্মাণের কোনো খবর পরিবেশ অধিদপ্তরের জানা নেই। অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।