
রিমু ইসলাম,স্টাফ রিপোর্টার।
দৌলতখান উপজেলার দক্ষিন জয়নগর ইউনিয়ন পশ্চিম জয়নগর ১নং ওয়ার্ডের মৃত হারেছ মুন্সির সাড়ে ১২ শতাংশ জমির উপর লোলপ দৃষ্টি পরেছে একই বাড়ির ভুমিদস্যু ইদ্রিস ব্যাপারী গংদের।
এসুবাদে ইদ্রিস ব্যাপারী গংরা গত ২৩ ডিসেম্বর ২০২৩ ইং শনিবার সকালে মৃত হারেছ মুন্সির বসত ঘর ভাংচুর করে।
মৃত হারেস মুন্সির মেয়ে ফারজানা জানান, দীর্ঘদিন ধরে ইদ্রিস বেপারী গংরা আমাদের ১২ শতাংশ জমি তাদের বলে দাবী করে বিরোধ করে আসছে।
এ নিয়ে এলাকায় দফায় দফায় সালিশ মীমাংসা হয়েছে।
স্থানীয় সালিশগণ আমাদের কাগজপত্র পর্যালোচনা করে আমাদের পক্ষে তারা রায় দেয় এবং আমাদের নামে শালিশি রোয়েদাদ করে দেয়।
এদিকে ভুমিদস্যু ইদ্রিস ব্যাপারী গংরা কোন সালিশের তোয়াক্কা না করে অযথাই আমাদের সাথে বিরোধ করছে। ২৩ ডিসেম্বর শনিবার সকালে তারা আমাদের বশত ঘর ভেঙ্গে সবকিছু লুট করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
আমি আমার স্বামীর বাড়ি থেকে খবর পেয়ে তৎক্ষণাৎ আমার বাবার বাড়ীতে ঘটনাস্থলে এসে ৯৯৯ এই নাম্বারে ফোন করি।
সাথে সাথে বাংলাবাজার পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করে ইদ্রিস গংদের শাসিয়ে যায়।
পুলিশ ঘটনাস্থল থেকে যেতে না যেতেই তারা আবার আমাদের বসত ঘর ভাঙচুর করার চেষ্টা করে।
একপর্যায়ে তাদের একজন ঘর ভাংচুর কালে ঘরের টিনের সাথে তার হাত কেটে যায়। পরক্ষণেই তারা এ্যাম্বুলেন্স ডেকে তাকে নিয়ে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। আমরা লোক মারফৎ জানতে পেরেছি তারা হাসপাতালে ভর্তি করাকে ইস্যু করে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করবে।
এলাকাবাসী জানান, ইদ্রিস গংরা সন্ত্রাসী প্রকৃতির লোক অযথাই এলাকার নিরীহ লোকদের সাথে বিরোধ করে আসছে।
এব্যাপারে ইদ্রিস গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাদের কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগি মৃত হারেছ মুন্সির অসহায় পরিবার কুচক্রী ও ভূমিদস্যু ইদ্রিস ব্যাপারী গংদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।