
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ১৫ টাকা কেজি মুল্যের চাল বিতরণ হচ্ছে।
” শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ ” প্রতিপাদ্য বিষয়টিকে মুল্যায়নে সারা দেশের ন্যায় দক্ষিণ আইচায় হতদরিদ্রের মাঝে খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ শুরু হয়েছে।
আজ শনিবার দক্ষিণ আইচা কৃষি ব্যাংক সংলগ্ন ডিলার মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সির মাধ্যমে কার্ডধারী প্রতিটি হতদরিদ্র পরিবারকে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ৯নং চর মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদার।
উদ্বোধনী কার্যক্রমে ট্যাগ অফিসার মোঃ লোকমান হোসেন,৯নং চরমানিকা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সালাউদ্দিন,স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিক উপস্থিত ছিলেন।
ডিলার মোঃ আশ্রাফ উদ্দিন সবুজ মুন্সি জানান,আমার বরাদ্দকৃত পাঁচশ জন কার্ডধারী হতদরিদ্রের মাঝে সঠিকভাবে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে চালিয়ে যাচ্ছি।
ইউনিয়ন পর্যায়ে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্যবান্ধব কর্মসূচীর অংশ হিসেবে এই চাল বিতরণ করা হচ্ছে।
খাদ্য অধিদপ্তরের আওতাধীন খাদ্যবান্ধব কার্ডধারীরা জানান,আমাদের নামে বরাদ্দকৃত চাল সঠিকভাবে পাচ্ছি।বঙ্গবন্ধুর সোনার বাংলা’র প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ ও দোয়া কামনা করছি।