ভোলা’র দক্ষিন আইচা থানা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

ভোলা’র দক্ষিন আইচা থানা এলাকায় র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

মোঃ ফরিদ উদ্দিন, ভ্রাম্যমান প্রতিনিধি।

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা এলাকায় র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই জলদস্যু নিহত হয়েছেন। রোববার (৫ ডিসেম্বর) ভোরে দক্ষিণ আইচা থানার বিচ্ছিন্ন চর-কুকরি মুকরিতে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের মধ্যে একজনের বয়স ৩০ ও অপরজনের ৩৫ বছর বলে অনুমান করা হচ্ছে। এ সময় ১নলা বন্দুক=১টি, সুটার গান =২টি, পাইপ গান=১টি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো.রাজিব রায়হান ও দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ মোঃসাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার চর কুক‌রি মুক‌রি ইউ‌নিয়‌নের ১ নম্বর ওয়া‌র্ডের বাবুগঞ্জ গ্রামে জাইল্লা খালের পাশে র‍্যাব সদস্যরা অভিযান চালা‌লে জলদস্যুরা র‌্যাব‌কে লক্ষ্য ক‌রে গুলি ছো‌ড়ে। প‌রে আত্মরক্ষায় র‌্যাবও পাল্টা গুলি ছো‌ড়ে, এতে দুই জলদস্যু নিহত হন।

এ বিষয়ে র‍্যাব -৮ এর ডি এ ডি এনামুল হক বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় ২টি মামলা দায়ের করেন ১টি হত্যা মামলা ও ১টি অস্র মামলা ।

এদিকে বন্দুকযুদ্ধে নিহত জলদস্যুদের মরদেহ রবিবার (৫ নভেম্বর) সকালে দক্ষিণ আইচা থানা পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *