ভোলার বিভিন্ন জায়গায় বিদ্যুতের সংযোগ বিচ্চিন্ন”এতে সাধারন মানুষের বড় ধরনের ক্ষতির সম্ভাবনা

আবুল কালাম আজাদ,ভোলা প্রতিনিধি।

ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনাল সংলগ্ন পৌরসভার গেট আরজু ইঞ্জিনিয়ার বাসার সামনে দিয়ে নজু বেপারী বাড়ি যাওয়ার রাস্তায় সংলগ্ন আলীনগর ইউনিয়ন ৬নং ওয়ার্ডের বাসিন্দা অভিযোগ করে জানান,উল্লেখিত ৬নং ওয়ার্ডটি পৌরসভার অন্তর্ভুক্ত করণের প্রতিক্রিয়াধীন। রাস্তাটি আলীনগর ইউনিয়নের উত্তর-পূর্ব কোণে ৬নং ওয়ার্ডের মধ্যস্থল। বিদ্যুতের বিষয়ে খুবই অবহেলিত। প্রথমত রাস্তাটি এতই ভাঙ্গা যে যাহা যানবাহন চলাচলের অযোগ্য। উক্ত রাস্তাটি খোঁজ নিয়ে জানতে পারি ২০১৪ সালে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট ধারস্থ হলে তিনি বিষয়টি গুরুত্ব অনুধাবন করে। আন্তরিকতার সহিত নিজে উপস্থিত থাকিয়া রাস্তাটি মেরামত ও চলাচলের উপযোগী করে দেন। বর্তমানে রাস্তাটির অবস্থা খুবই খারাপ পর্যায় রয়েছে। এতটা খারাপ পর্যায়ে রয়েছে যে আমরা বাজার করার শেষে বাজার থেকে বাসায় ফেরার সময় যদি কোন রিক্সা ও অটোরিক্সা অন্যান্য যানবাহন এই রাস্তাটিতে আসতে চায় না। ফলে আসা-যাওয়ায় গ্রামবাসীদের এ রাস্তা চলাচলের পথে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। গ্রামবাসী জানান প্রায় ১৪ শত থেকে ১৫ শতাধিক লোক উক্ত রাস্তাটির দুই পাশে বসবাস করিয়া আসিতেছে। রাস্তাটির পাশে একটি গরুর খামার এবং একটি মাদ্রাসা হেফজখানা রয়েছে। উক্ত হেফজ খানা এতিম ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে খাওয়া ও রাতে থাকার ব্যবস্থা এলাকার লোকজন কর্তৃক আর্থিক সাহায্য হেফজখানা চলিতেছে। এবং যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসাটি পরিচালনা চলিতেছে।
সর্বশেষ গ্রামবাসীর অনুরোধ রইল এই যে, আমাদের ৬নং ওয়ার্ডের মধ্যস্থল এর দুই পাশে প্রায় ৪০ টি খাম্বা আছে। দেখা যায় সম্পূর্ণ খাম্বা গুলোতে বৈদ্যুতিক লাইন টানা আছে। ফলে বিদ্যুৎ সংকটে আছেন বলে জানান গ্রামবাসী। আবার কোথাও কোথাও দেখা যায় উপরে একটি লাইন বাদে বাকি তারগুলো ছিড়ে পড়ে আছে মাটিতে। কোথাও কোথাও গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। তারা আরো জানান যে,তাদের ফ্রিজের মালামাল নষ্ট হয়ে যায় কারো পানির মটরে পানি উঠছে না বলেই অভিযোগ করেন গ্রামবাসী। সব সময় ভোল্টেজ ১৪৫/১৫০/১৬০ এর মধ্যেই উঠানামা করে। সন্ধ্যার পর ও রাতে ভোল্টেজ থাকে না বললেই চলে। গ্রামবাসী আরো অভিযোগ জানান যে বিদ্যুতের লাইনে তার গুলো ছিড়ে মাটিতে পড়ে আছে দীর্ঘদিন ধরে। আবার কোথাও কোথাও খুবই বিপদজনক হয়ে পড়েছে।
বিষয়টির প্রতি গুরুত্ব অনুধাবন করে। অবহেলিত রাস্তা ও বিদ্যুৎ লাইনটি সরজমিনে পরিদর্শন পূর্বক বিদ্যুতের লাইনের কাজটি যথাযর্থ ভাবে মেরামত করিয়া গ্রামবাসী দীর্ঘদিনের সমস্যা সমাধান করার জোরদাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *