
স্টাফ রিপোর্টারঃ
ভোলা রাজাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাহাজান মাঝিকে কুপিয়ে জখম করেন সন্ত্রাসীরা।
সাজাহান মাঝি অভিযোগ করে জানান, জমি বিক্রী করার কথা বলে আমার কাছ থেকে সেলিম ,রতন আলমগীর ২ লাখ টাকা নেয়।
আজকাল করে তারা আমাকে ঘুরাতে থাকে জমি দলিল দেয়না এবং টাকাও।
আমি তাদের কাছে আমার পাওনা টাকা ফেরত চাইতে গেলে সেলিম,রতন ও আলমগীর আমাকে দেশীয় অস্র দাঁ দিয়ে কুপিয়ে জখম করে।
আমার ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে উক্ত সন্ত্রাসীর পালিয়ে যায়।
আমাকে ঘটনাস্থল থেকে উদ্দার করে চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।
এলাকাবাসী জানান,সেলিম,রতন ও আলমগীররা সন্ত্রাসী প্রকৃতির লোক অযথা মানুষের সাথে বিবাদ করে থাকে।
সাজাহানের পাওনা টাকা না দিয়ে তার উপর সন্ত্রাসী হামলা করে অন্যায় করছে।
এব্যাপারে আলমগীর রতনদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় কাউকে পাওয়া যায়নি।
ভুক্তভোগি সাজাহান জুলুমবাজ আলমগীর,রতন ও সেলিমদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্থক্ষেপ কামনা করেন।