
বিশেষ প্রতিনিধি, আলমগীর হোসেনঃ
ভোলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ে মাদক নিয়ন্ত্রন, ইভটিজিং, জঙ্গিবাদ, বাল্যবিয়েসহ নানাবিধ সামাজিক অপরাধরোধে এবং সমৃদ্ধ ও নিরাপদ বাংলাদেশ গঠন বিষয়ে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জনাব মোঃ গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা ও সভাপতি বিদ্যালয় ম্যানেজিং কমিটি এর সভাপতিত্বে চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), ভোলা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সদর সার্কেল বলেন, আজকের শিশুরাই আগামীর কর্ণধার। কোমলমতি শিক্ষার্থীদের আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট অভিভাবকদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানবিক কাজেও এগিয়ে আসতে হবে। অভিভাবক ও শিক্ষকদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে একটি সুসমন্বয় ই পারে কোমলমতি শিক্ষার্থীদের চলার পথকে বহুলাংশে মসৃণ করতে।সমাজ থেকে বাল্য বিবাহ, মাদক নির্মূল, নারী নির্যাতন, ইভটিজিং, কিশোর অপরাধ/ কিশোর গ্যাং , সাম্প্রদায়িক সহিংষতা নির্মূল করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন,জনাব মোঃ আরমান হোসেন,পুলিশ পরিদর্শক (তদন্ত),ভোলা সদর মডেল থানা, জনাব ইঞ্জিঃ মোঃ মনির হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর,ভোলা সদর, জনাব মোঃ সাইদুল হাসান সেলিম, সভাপতি, কেন্দ্রীয় শিক্ষক কর্মচারী ফোরাম, বাংলাদেশ, জনাব মোঃ হুমায়ুন কবির, অধ্যক্ষ, আলীনগর স্কুল এন্ড কলেজ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষার্থী বৃন্দ।