
ভোলা প্রতিনিধিঃ
ভোলায় ১০ বছর বয়সের শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়াগেছে। শশীভুষন থানার পশ্চিম মেওয়াজ পুর ২নং ওয়ার্ডে এ ঘটনাটি ঘটে। অভিযোগ করে খালেদা বেগম জানান, গত ৩০ জানুয়ারী ২০২২ইং সকাল ১১ টার সময় আমার ১০ বছরের শিশু মেয়েটি বাড়ীর পার্শ্বে একটি সিম গাছের নিচ থেকে মাটি আনতে যায়,সে একা থাকায় আমারই চাচা শশুর ৬০ বছর বয়সী বৃদ্ধ লম্পট শাহে আলম আমার মেয়েকে ধর্ষনের চেষ্টা করে।
মেয়েটির ডাকচিৎকার শুনে এলাকার লোকজন দৌড়ে আসলে ঘটনাস্থল থেকে লম্পট ধর্ষক শাহে আলম পালিয়ে যায়।
বিষয়টি আমি এলাকার গন্যমান্যদের জানাই, তারা আমাকে থানায় মামলা করার জন্য বলে। আমি তাদের কথায় শশীভুষন থানায় শাহে আলমের বিরুদ্ধে বিরুদ্ধে আমার শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা করতে গেলে শশীভুষন থানার ওসি পরে দেখবেন বলে আমাকে পাঠিয়ে দেয়, এবং মামলাটি তিনি আর নেননি আর আমি আদৌ আমার মেয়ের নির্যাতনের বিচার পাইনি।
বাদ্ধ হয়ে ভোলা কোর্টে মামলা করতে এসেছি। খালেদা আরো জানান, আদালতে মামলার প্রস্ততির কাজ চলছে তবে দুইদিনের মধ্যে আদালতে মামলা রুজু হবে বলে আশস্ত করলেন এ্যাডভোকেট। এব্যাপারে শাহে আলমের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাকে খুজে পাওয়া যায়নি। এলাকাবাসী জানান,শাহে আলম বৃদ্ধ মানুষ তবে তার চরিত্র এখনো পাল্টায়নি তার বিচার হওয়া দরকার।
ভুক্তভোগি মেয়েটির পরিবার প্রশাসনের কাছে লম্পট শাহে আলমের বিরুদ্ধে তদন্ত পুর্বক বিচার দাবী করেন।