ভোলা দক্ষিণ আইচায় ভাষা শহীদদের স্মরণে মহান একুশ পালিত

ভোলা দক্ষিণ আইচায় ভাষা শহীদদের স্মরণে মহান একুশ পালিত

মোঃ ফরিদ উদ্দিন, ভ্র্যাম্যমান প্রতিনিধি।

ভোলা।ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায়,১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদ সালাম,রফিক,শফিক,বরকত,জব্বারসহ শহীদ হয়েছেন নাম নাজানা অনেকে।প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আ’মীলীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোককে শক্তিতে রুপান্তরের নিমিত্তে রাত ১২টা ১ মিনিটে,চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদদের স্মৃতির স্বরনে স্থাপিত,স্মৃতিস্তম্ভের বেদিতে আদুল পায়ে, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,শহীদুল্লাহ স্যারের শোকাভিভূত পদব্রজে সঙ্গী সহকারী শিক্ষক/শিক্ষিকা,ছাত্র, কর্মচারী স্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।ক্রমান্বয়ে…দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ,দক্ষিন আইচা থানা প্রেসক্লাব,বাংলাদেশ আ’মীলীগ ৯ নং চরমানিকা শাখা,দক্ষিণ আইচা থানা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,আওয়ামী ওলামালীগ,মৎসজীবীলীগ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।একুশে ফেব্রুয়ারী এলে আমরা মাতৃভূমি বাংলার প্রতি নিরন্তর বিনম্র শ্রদ্ধা আর সুপ্ত ভালবাসার বিকাশ ঘটাইতে কালো বেজ ধারন পুর্বক মৃদুস্বরে ভাষার গানের পাশাপাশি শোকাবিহ্বল মৃদু চলা চলি।এ বছরও দিবসটি বিশ্বস্তম্ভিত প্রাকৃতিক মহামারী করোনা’র ক্ষনে দিবসটি উদযাপনের স্বাভাবিক আনুষ্ঠানিকতার সুযোগ নেই। তাই শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসুচী সংগত কারনেই নিয়ন্ত্রণ করা হয়েছে।

দক্ষিণ আইচায় ভাষা শহীদদের স্মরণে মহান একুশে ২০২২ইং পালিত।

মোঃ ফরিদ উদ্দিন ভ্র্যাম্যমান প্রতিনিধি, ভোলা।

ভোলা জেলা’র চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায়,১৯৫২ সালের এই দিনে ভাষা শহীদ সালাম,রফিক,শফিক,বরকত,জব্বারসহ শহীদ হয়েছেন নাম নাজানা অনেকে।প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ আ’মীলীগের অঙ্গসংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শোককে শক্তিতে রুপান্তরের নিমিত্তে রাত ১২টা ১ মিনিটে,

চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদদের স্মৃতির স্বরনে স্থাপিত,স্মৃতিস্তম্ভের বেদিতে আদুল পায়ে, চর আইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব,শহীদুল্লাহ স্যারের শোকাভিভূত পদব্রজে সঙ্গী সহকারী শিক্ষক/শিক্ষিকা,ছাত্র, কর্মচারী স্তম্ভের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।

ক্রমান্বয়ে…দক্ষিন আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ,দক্ষিন আইচা থানা প্রেসক্লাব,বাংলাদেশ আ’মীলীগ ৯ নং চরমানিকা শাখা,দক্ষিণ আইচা থানা যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ,আওয়ামী ওলামালীগ,মৎসজীবীলীগ বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান।

একুশে ফেব্রুয়ারী এলে আমরা মাতৃভূমি বাংলার প্রতি নিরন্তর বিনম্র শ্রদ্ধা আর সুপ্ত ভালবাসার বিকাশ ঘটাইতে কালো বেজ ধারন পুর্বক মৃদুস্বরে ভাষার গানের পাশাপাশি শোকাবিহ্বল মৃদু চলা চলি।

এ বছরও দিবসটি বিশ্বস্তম্ভিত প্রাকৃতিক মহামারী করোনা’র ক্ষনে দিবসটি উদযাপনের স্বাভাবিক আনুষ্ঠানিকতার সুযোগ নেই।

তাই শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধাজ্ঞাপনের কর্মসুচী সংগত কারনেই নিয়ন্ত্রণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *