ভোলা লালমোহন থানার একাধিক মামলার আসামি নসু অস্ত্রসহ গ্রেপ্তার

ভোলা লালমোহন থানার একাধিক মামলার আসামি নসু অস্ত্রসহ গ্রেপ্তার

মোঃ এনামুল হক ডালিম, ভোলা।


ভোলা লালমোহন থানা বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি নসু অস্ত্রসহ গ্রেপ্তার।
অদ্য ০৮/০৭/২০২২ ইং তারিখ অফিসার ইনচার্জ লালমোহন থানা,নের্তৃত্বে এস আই আবুল কালাম, এএসআই দিপক কুমার দাস সংঙ্গীয় ফোর্স সহ লালমোহন থানাধীন ধলীগৌরনগর ইউনিয়নের উত্তর ভেদুরিয়া গ্রামে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল,বিশেষ অভিযান পরিচালনা কালে ০৩টি চাঁদাবাজি মামলা সহ মোট ০৮টি মামলার আাসামী মোঃ দেলোয়ার হোসেন নসু পিতা-আঃ মালেক সাং-উত্তর ভেদুরিয়া ০২নং ওয়ার্ড,ধলীগৌরনগর ইউনিয়ন,থানা-লালমোহন,জেলা -ভোলাকে ০১টি দেশিও পিস্তল ০৩ রাউন্ড গুলিসহ ০৯/০৭/২০২২ তারিখ ভোর ০৫ঃ৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়। মামলা চলমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *