
স্টাফ রিপোর্টার, আলমগীর হোসেন।
এক পায়ের ওপর ভর করে বেড়ে ওঠা জীবনে লেখাপড়ার নজিরবিহীন সাফল্যে তামান্না রীতিমতো ‘হিরো’ বনে গেছেন। পিএসসি থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেছেন। অদম্য তামান্নার সাফল্যগাঁথা নিয়ে ইত্তেফাক অনলাইনে এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন এক পায়ে লেখা সেই তামান্না শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে প্রচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা আলাদা আলাদাভাবে তাকে ফোন করেন। ফোন পেয়ে ছোটো তামান্না আবেগে আপ্লুত হয়ে তার বাকরুদ্ধ হয়ে যায়।
এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা তার সংগ্রামের জন্য অভিনন্দন জানান এবং সরকারে থাকাকালীন তাকে যাবতীয় সহযোগিতার আশ্বাসদেন।।