মাননীয় প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তামান্নার চোখে আনন্দ অশ্রু

মাননীয় প্রধানমন্ত্রীর ফোন পেয়ে তামান্নার চোখে আনন্দ অশ্রু

স্টাফ রিপোর্টার, আলমগীর হোসেন।


এক পায়ের ওপর ভর করে বেড়ে ওঠা জীবনে লেখাপড়ার নজিরবিহীন সাফল্যে তামান্না রীতিমতো ‘হিরো’ বনে গেছেন। পিএসসি থেকে এইচএসসি পর্যন্ত প্রতিটি পাবলিক পরীক্ষায় তিনি জিপিএ-৫ অর্জন করেছেন। অদম্য তামান্নার সাফল্যগাঁথা নিয়ে ইত্তেফাক অনলাইনে এইচএসসিতেও জিপিএ-৫ পেলেন এক পায়ে লেখা সেই তামান্না শিরোনামে এবং অন্যান্য গণমাধ্যমে প্রচারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা আলাদা আলাদাভাবে তাকে ফোন করেন। ফোন পেয়ে ছোটো তামান্না আবেগে আপ্লুত হয়ে তার বাকরুদ্ধ হয়ে যায়।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ও তার বোন শেখ রেহানা তার সংগ্রামের জন্য অভিনন্দন জানান এবং সরকারে থাকাকালীন তাকে যাবতীয় সহযোগিতার আশ্বাসদেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *