
মোঃ ফরিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধি।
নিয়ম লঙ্ঘন করে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা সড়ক- মহাসড়কের উপরে শুকানো হচ্ছে ধান-খড়,করছে মাড়াইও।এতে যে কোন সময় দূর্ঘটনা ঘটতে পারে বলে যানবাহন চালক ও পথচারীরা আশঙ্কা করছেন।
সরজমিনে দেখা যায়,জেলার দক্ষিণ আইচায় ধান ব্যাবসায়ী ও কৃষকেরা মাঠ থেকে ধান কেটে সড়কের দু’পাশে বিশৃঙ্খলভাবে দখল করে মাড়াই করছেন,শুকাচ্ছেন ও বস্তাবন্দি করে সড়কের উপরেই রেখেছেন।
এতে বিশাল প্রশস্তের সড়ক এখন সংকুচিত সড়কে পরিনত হওয়ায় ঝুঁকিতে পড়ছেন চালক ও পথচারীরা,চিন্তিত স্কুল,কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের অভিভাবকরা।সড়ক-মহাসড়কের বিভিন্ন যানবাহনের চালকেরা আক্ষেপ করে জানান,সড়ক দখল করে ধান,খড় এবং ধান মাড়াইয়ের কারনে নির্দিষ্ট গতিতে গাড়ী চালানো যাচ্ছেনা।বিশেষ করে ধানের ভেজা খড়ের উপর দিয়ে যান চালানো খুব ঝুঁকিপূর্ন এতে ঘটতে পারে দূর্ঘটনা।
এ সকল সড়কে দূর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী আর শঙ্কা দেখা দিয়েছে ভয়াবহ দূর্ঘটনার।স্থানীয় যান চালক ও পথচারীরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। সঠিক পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন এবং প্রয়োজনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ব্যাবস্থা নেওয়ারও সুপারিশ করেন।