
মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।
সারা দেশে বন্যার কারনে স্থগিত হওয়া মাধ্যমিক স্কুল সাটিফিকেট ও সমমানের পরীক্ষা গত বৃহস্পতিবার ১৫ ই সেপ্টেম্বর ২০২২ইং শুরু হয়।
এর আগে বন্যা ও করোনাভাইরাসের কারনে এই পরীক্ষা ৪ মাস পিছিয়ে দেওয়া হয়েছিল। সাধারণত এসএসসি ও সমমান পরীক্ষা বছরের ফেব্রুয়ারী মাসে অনুষ্ঠিত হয়।
যানযট এড়াতে এবারে পরীক্ষা সকাল ১০ঃ ০০ টার পরিবর্তে বেলা ১১ঃ০০ টায় শুরু হয়।এ বছর এসএসসি পরীক্ষা তিন ঘন্টার পরিবর্তে দুই ঘন্টায় হবে।
পরীক্ষার এমসিকিউ অংশের সময়কাল ২০ মিনিট এবং লিখিত অংশ ১ ঘন্টা ৪০ মিনিট। সময় সূচী অনুযায়ী,এসএসসি ও সমমান পরিক্ষা ১৮ অক্টোবর শেষ হবে।
এবছর প্রায় ২০ লক্ষ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিবে বলে আশা করা হচ্ছে।গত বছর এই সংখ্যা ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন।এবার পরীক্ষার্থীর অংশ কমেছে ২ লাখ ২১ হাজার ৩৮৬ জন।
শিক্ষা মন্ত্রী ড. দীপুমনি বলেছেন,চলতি বছর ৯ টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ ৯৯ হাজার ৭০০ এগার জন,মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২লাখ ৫৩ হাজার ৬৬২ জন পরীক্ষার্থী অংশ নেবে।এবং প্রায় ৩ হাজার ৭ শত ৯০ টি কেন্দ্র নির্ধারন করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় ভোলা জেলা’র চর ফ্যাসন উপজেলার দঃআইচা থানাধীন চর আইচায় তিনটি কেন্দ্রে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
মাধ্যমিকের ২ টি কেন্দ্রে ৭৫২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে এবং সমমান পরীক্ষায় ৩৩২ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে গনিত পরীক্ষায়।
পরীক্ষায় অংশ গ্রহণকারি ১০টি মাধ্যমিক বিদ্যালয় হলোঃ
চর আইচা মাধ্যমিক বিদ্যালয়,উঃচর মানিকা মাধ্যমিক বিদ্যালয়,চর কলমি মাধ্যমিক বিদ্যালয়,বাবুর হাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়,অধ্যক্ষ নজরুল নগর মাধ্যমিক বিদ্যালয়,নীলিমা জ্যাকব মাধ্যমিক বিদ্যালয়,উঃ আইচা মাধ্যমিক বিদ্যালয়,চর কুকরি-মুকরি মাধ্যমিক বিদ্যালয়,সাবেরা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়,চর লিউলিন মাধ্যমিক বিদ্যালয়।
এবং দাখিল পরীক্ষায় অংশ গ্রহণকারি ৯ টি মাদ্রাসা হলোঃ
দঃআইচা রাব্বানীয়া আলিম মাদ্রাসা,চর আইচা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা,চর শশীভূষন জায়েদিয়া দাখিল মাদ্রাসা, আড়কলমি জাফরিয়া দাখিল মাদ্রাসা, দক্ষিণ চরমঙ্গল হাসেমগজ্ঞ দাখিল মাদ্রাসা,মাঝের চর ফাজিল মাদ্রাসা,চর মানিকা লতিফিয়া দাখিল মাদ্রাসা,চর কুকরি-মুকরি দাখিল মাদ্রাসা, ঢালচর ইসলামিয়া দাখিল মাদ্রাসা।