নেত্রকোণায় সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা” ও হুমকি ধামকি চলমান

নেত্রকোণায় সাংবাদিক ও তার পরিবারের উপর হামলা” ও হুমকি ধামকি চলমান


শামীম তালুকদার, ব্যুরো চীফ,ময়মনসিংহ।


নেত্রকোণা সদরের দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সাংবাদিকসহ তার পরিবারের উপর হামলা করে একই গ্রামের আবুল কালামের ছেলে মোশারফ হোসেন(২৫), মাসুদ রানা( ২২),আবুল কালাম(৫০),পিতা- মৃত মহব্বত আলী, তহুরা খাতুন (৪৮),স্বামী- আবুল কালাম,জুবায়ের আহমেদ(২০),পিতা-আবুল কালাম।
অভিযোগ সূত্রে ও ঘটনাস্হলে গিয়ে জানা যায়, গত ২৯ আগস্ট (মঙ্গলবার) আনুমানিক ১.৩০ মি: দক্ষিণ বিশিউড়া ইউনিয়নের ছোট নন্দুরা গ্রামের সাংবাদিক শেখ আ: কাদির ও তার পরিবারের উপর হামলা চালায় মোশারফ হোসেন গং। এতে করে সাংবাদিক শেখ আ: কাদির (৩৩),সহ তার পরিবারের সদস্যবৃন্দ আহত হন। সাংবাদিক শেখ আ: কাদিরের ভাবী নাসিমা আক্তার (৩৫), স্বামী -: আব্দুল রব,কে রামদা দিয়ে কুপিয়ে মাথায় গুরুতর জখম করে। তিনি বর্তমানে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে (মহিলা ওয়ার্ড,পুরাতন বিল্ডিং) ভর্তিরত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়াও আহত হন,আব্দুল রব(৩৮),পিতা: মৃত আ: গণি,জুলেখা খাতুন (৬৫),স্বামী : মৃত আ: গণি আহত হন।আহত সকলেই চিকিৎসাধীন।
উল্লেখ্য যে, সাংবাদিক শেখ আ: কাদিরের পরিবারের সাথে মোশারফ হোসেন গংদের দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে ঝগড়া – কলহ চলছিল।
২৯ আগস্ট (মঙ্গলবার) আনুমানিক ১.৩০ মি: সাংবাদিক শেখ আ: কাদিরের বড় ভাই আব্দুল রব এর বসত বাড়ীর পিছনে তার নিজ বাড়ীর আঙ্গিনাতে চারাগাছ রোপনকালীন সময়ে মোশারফ হোসেন গং বাঁধা প্রদান করেন এবং ঝগড়ার সৃষ্টি হয়। ফলশ্রুতিতে মোশারফ হোসেন গং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল রব এর বসত বাড়ীর ভূমিতে অনধিকার প্রবেশ করে সাংবাদিক শেখ আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল রব এর রোপিত ১০ টি চারাগাছ ভেঙ্গে ফেলে ও বাড়ীতে হামলা করে,ঘরবাড়ী ভাংচুর করে এবং ধারালো রামদা দিয়ে সাংবাদিক কাদিরের ভাবী নাসিমা কে প্রাণনাশের উদ্দেশ্যে মাথায় কুপিয়ে গুরুতর জখম করেন।এছাড়াও সাংবাদিক কাদির সহ পরিবারের অন্যান্য সদস্যদের লোহার রড ও লাঠি দিয়ে আঘাত সহ কিল ঘুষি দিয়ে আঘাত করে আহত করেন।
আহত সকলের ডাক চিৎকারে গ্রামের লোকজন এসে আহতদের নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান।
উক্ত মারামারি ঘটনার বিষয়ে মোশারফ হোসেন গংদের বিরুদ্ধে নেত্রকোণা মডেল থানায় ২৯ আগস্ট ( মঙ্গলবার) সাংবাদিক শেখ আ: কাদির বাদী হয়ে অভিযোগ দায়ের করেন।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও সুবিচার কামনা করছেন।
নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান,অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *