পাইকগাছায় একাধিক বিভিন্ন মামলার বিবাদী” নারীসহ ১১ জন আটক

পাইকগাছায় একাধিক বিভিন্ন মামলার বিবাদী” নারীসহ ১১ জন আটক

মো বাবুল সানা, ব্যুরো প্রদান খুলনা।


খুলনার পাইকগাছায় বিভিন্ন একাধিক মামলার বিবাদী একজন নারীসহ ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, শুক্রুবার  (১সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন হরিঢালী ইউনিয়নের মাহমুদকটী গ্রামের মৃত রাম পদ মন্ডলের ছেলে গৌরপদ মন্ডল, সোনাতনকাটী গ্রামের বক্স গাজীর ছেলে হাকিম গাজী, উত্তর সলুয়া গ্রামের পুরিন বিহারী বৈদ্য’র ছেলে সঞ্জয় কুমার বৈদ্য, একই গ্রামের জসিমউদদীন সরদারের ছেলে জুনাইদুর রহমান, কপিলমুনি ইউনিয়নের জাফর আলী বিশ্বাসের ছেলে আক্তারুল বিশ্বাস, একই ইউনিয়নের বিরাশী গ্রামের মমিন গাজীর ছেলে সুবাহান গাজী, গড়ইখালী ইউনিয়নের রউফউদ্দীন সানার ছেলে তাজমুল সানা, তাজমুলের স্ত্রী কুলসুম বেগম, পৌরসভার বাতিখালী গ্রামের আব্দুস সালাম বাচ্চুর ছেলে সবুজকে আটক করে। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, আটককৃত সকল আসামিকে পাইকগাছা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *