
বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ
২০২২-২৩ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচি আওতায় আসন্ন ঈদ উল আযহা উপলক্ষ্যে ভোলার বোরহানউদ্দিন উপজেলা পক্ষিয়া ইউনিয়নে ১০ কেজি করে ১ হাজার ৮ জন অসহায় পরিবারের মাঝে ঈদ ভিজিফ চাল বিতরনের উদ্বোধন করেছেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। শনিবার সকালে পক্ষিয়া ইউপি কার্যালয়ে এ চাল বিতরনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরে পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলাউদ্দিন সরদার অসহায় ১ হাজার ৮ শত পরিবারের মাঝে চাল বিতরণ করেন। চাল বিতরনে উদ্বোধনের সময় উপজেলা নির্বাহি অফিসার মোঃ সাইফুর রহমান উপস্থিত ছিলেন। চাল বিতরণের সময় পক্ষিয়া ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরে পক্ষিয়া ইউনিয়নে মাননীয় প্রধানমন্ত্রীর বিভিন্ন উন্নয়নের কথা বলায় ও জনগনকে সঠিক মুল্যায়ন করায় আরো জনপ্রিয় হয়ে উঠেছে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার। গত ইউপি নির্বাচনে বিপুল ভোটে পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয় আলাউদ্দিন সরদার।