বোরহানউদ্দিনে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত


বিশেষ প্রতিনিধিঃ


ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার এছহাক মোর বাজারে অতিরিক্ত পুলিশ সুপার জনাব নজরুল ইসলামের সভাপতিত্বে শত শত সাধারণ জেলে এবং মৎস্য ব্যাবসায়ী এবং জাতীয় মৎস্যজীবি সমিতির জেলা,উপজেলা এবং বোরহানউদ্দিন পৌরসভা কমিটির নেতৃবৃন্দের উপস্তিতিতে সফলভাবে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।”জলদস্যু,ডাকাত, চাঁদাবাজী, জাটকা রক্ষা, অবৈধ কারেন্ট জাল নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা সংক্রান্তে পুলিশ” শীর্ষক আলোচনা সভায় এস. আই.জুয়েল হাসানের উপস্থাপনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম, বোরহানউদ্দিন থানার সেকেন্ড অফিসার জনাব মামুন হাসান,জাতীয় মৎস্যজীবি সমিতির বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি জনাব জামাল হোসেন মীর, পৌর শাখার সভাপতি জনাব মোঃ সোহেল হাওলাদার, বড় মানিকা ইউপি সদস্য জনাব মোঃ জাকির হোসেন, বড় মানিকা ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য জনাব মোঃ ওবায়দুল হক রাব্বি সহ প্রমুখ। এসময় সভাপতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার জনাব নজরুল ইসলাম বলেন, নদীতে কোন প্রকার চাঁদাবাজি বরদাশত করা হবে না। সাধারণ জেলেদের কাছ থেকে চাঁদা নেয়া এবং তাদেরকে হয়রানি বন্ধে উপস্থিত পুলিশ কর্মকর্তাদের কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেন এবং জাতীয় মৎস্যজীবি সমিতির নেতৃবৃন্দের প্রতি সাধারণ জেলেদের পাশে থেকে চাঁদাবাজদের তথ্য উপাত্ত সংগ্রহ এবং প্রশাসন কে সহায়তা করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *