
বোরহানউদ্দিন প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাকিমুদ্দিন মাছ ঘাট এলাকায় মেঘনা নদী ভাঙ্গন প্রতিরোধে সিসি ব্লক কাজের ১ নং প্যাকেজের ৩ শ্রমিককে পিটিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। সন্ত্রাসী হামলায় গুরুতর আহতরা ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্লক কাজের শ্রমিক রাজিব আলী, আব্বাস উদ্দিন ও রবেল। সোমবার সকালে হাকিমুদ্দিন মাছ ঘাটের উত্তর পাশে ব্লকের উপর কথার কাটাকাটির জের তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে সন্ত্রাসীরা। এঘটনায় উদয়পুর ৩ নং ওয়ার্ডের মৃত মুজ্জাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম ও মফিজুল ইসলাম, আমিনুল ইসলামের ছেলে তামিম,অলিউর রহমানের ছেলে মাকসুদ,
বাটামারা ৫ নং ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে মোতাছিন ও বড়মানিকা ৮ নং ওয়ার্ডের আব্দুর রাজ্জাকের ছেলে জামালের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী আহত শ্রমিক রুবেল। আহত রুবেল অভিযোগ করে বলেন, ব্লক কাজের শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। উল্লেখিত হামলাকারীরা হঠাত তাদের ব্লক কাজের স্থানে যায়। সেখানে একটি জিও ব্যাগ ছেরা দেখিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করেন অভিযুক্ত হামলাকারীরা। ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড এর সাইড ইঞ্জিনিয়ার রাফিজল ইসলামকেও অকথ্য ভাষায় গালিগালাজ করেন হামলাকারীরা। ওই গালিগালাজের প্রতিবাদ করায় তাদেরকে পিটিয়ে গুরুতর জখম করে উল্লেখিত অভিযুক্ত হামলাকারীরা। আহতদের মধ্যে শ্রমিক আব্বাস উদ্দিনের মাথায় রক্তাক্ত কাটা জখম ও রুবেলের ডান হাতে কাটা জখম হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন।
অন্যদিকে অভিযুক্ত আমিনুল ইসলাম গংদের কাছে জানতে চাইলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানায় অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, তদন্তকরে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।