ভোলায় পরিকল্পিতভাবে বাড়ীঘরে হামলা করে সাঁত লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

ভোলায় পরিকল্পিতভাবে বাড়ীঘরে হামলা করে সাঁত লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ

দৌলতখান প্রতিনিধিঃ

দৌলতখান উপজেলার চর খলিফা দিদারুল্লাহ ৫নং ওয়ার্ডে সন্ত্রাসী মামুন,মাসুম, মাহফুজ ও নান্নুর বিরুদ্ধে পরিকল্পিতভাবে বাড়ীঘরে সন্ত্রাসী হামলা করে সাঁত লাখ টাকার মালামাল লুট করে নেওয়ার অভিযোগ পাওয়াগেছে।
ফারুক কমান্ডারের ছেলে সোহেল জানান,গত ২৭ জানুয়ারি২০২৩ ইং শুক্রবার রাতে উক্ত সন্ত্রাসীরা কোন কারণ ছাড়াই আমাদের অবর্তমানে বাড়ীঘরে হামলা করেন। ঘরে থাকা মহিলাদেরকে পিটিয়ে আহত করেন,তাদেরকে হত্যা করার ভয় দেখিয়ে অস্র ঠেকিয়ে ঘরে থাকা সি’টুয়েন্টি ফাইভ নামের দুইটি মোবাইল যাহার বর্তমান মূল্য ৩০ হাজার টাকা। ৪ ভরি স্বর্ন যাহার বর্তমান মুল্য (তিন লক্ষ বিশ হাজার টাকা) আমাদের ঘর মেরামত করার জন্য ঘরে রাখা (তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা)সর্ব মোট প্রায় সাঁত লাখ টাকার অধিক মালামাল উক্ত সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়।
এলাকাবাসী জানান,মামুন গংরা সন্ত্রাসী প্রকৃতির লোক ওই রাতে আরো তিনটি বাড়িতে মামুনের নেতৃত্বে ৩০/৩৫ জন সন্ত্রাসী মিলে একই রাতে তিনটি বাড়ীতে হামলা করে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় সন্ত্রাসী মানুন ও তার সহকরীগন। তাদের ভয়ে এলাকার কোন লোক কিছু বলার সাহস পাচ্ছে না। কেহ কিছু বলতে গেলেই তাদেরকে উক্ত সন্ত্রাসীরা শারীরিকভাবে নির্যাতন করেন।
সোহেল আরো জানান, উক্ত সন্ত্রাসীদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য আমার মা গত ৩০-৮-২২ ইং তারিখ সে নিজে বাদী হয়ে দৌলতখান থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং মাফিয়া খাতুন নামক এক মহিলা ২২-৯-০২২ইং তারিখে একই ব্যক্তি মামুন গংদের বিবাদী করে দৌলতখান থানায় আরো একটি অভিযোগ দায়ের করেন।

সন্ত্রাসী মামুন গংরা এখন বেপরোয়া, আইনের কোন তোয়াক্কা করে না তারা। নিজ খামখেয়ালীপনায় এলাকার সাধারণ মানুষের উপর অযথাই বিরোধ করছে।
এ ব্যাপারে মামুন গংদের বক্তব্য জানতে গিয়ে এলাকায় কাউকে খুঁজে পাওয়া যায়নি।

তবে ভুক্তভোগী ফারুক কমান্ডারের অসহায় পরিবার মামুন গংদের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *