ভোলায় পাঠাও ড্রাইভার” চাদাঁ না দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলা

ভোলায় পাঠাও ড্রাইভার” চাদাঁ না দেওয়ায় তার উপর সন্ত্রাসী হামলা

রিপোর্টঃ জুয়েল মাস্টার।

ভোলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের ছেলে মোহাম্মদ রোহান সর্দার ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক পাঠাও ড্রাইভার মোহাম্মদ হেলাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা করেন।

হেলাল জানান,আমি মটর সাইকেল ভাড়ায় চালাই, ১০ ফেব্রুয়ারী শুক্রবার সকালে পক্ষিয়া ইউনিয়নে আমি যাত্রী নিয়ে যাই, ওই যাত্রীদের নামিয়ে ফিরে আসার পথে আমাকে পক্ষিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আল্লাউদ্দিন সর্দারের ছেলে রোহান সর্দার নাম না জানা তার সহকর্মীদের নিয়ে রাস্তার মধ্যখানে আমাকে মটর সাইকেল থামাতে বলে,

আমি তাদের কথা মত মটর সাইকেল ব্রেক করে দাড়াই।
ঠিক তখনি রোহান আমার কাছে চাঁদা দাবি করেন।
তাদের দাবীকৃত চাঁদার টাকা আমি দিতে অপারগতা স্বীকার করলে রোহান ও তার সহকর্মীরা আমাকে নারিকেলের ডগা দিয়ে একাদারে মারতে থাকে,একপর্যায় আমাকে রাস্তার উপরে ফেলে টানতে থাকে।
আমার ডাকচিৎকার শুনে এলাকার লোকজন আসলে উক্ত সন্ত্রাসী রোহান তার দলবল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় আমার সাথে থাকা মানি ব্যাগে ৪ হাজার ৬ শত টাকা তারা নিয়ে যায়। এলাকাবাসী জানান,আলাউদ্দিন সর্দার চেয়াম্যান হওয়ার পর থেকেই তার ছেলে রোহান প্রতিনিয়ত এলাকার সাধারন মানুষের সাথে বিভিন্ন ধরনের অন্যায় মুলক কর্মকান্ড করে থাকে।
এব্যাপারে রোহানের বক্তব্য জানতে গিয়ে এলাকায় তাকে খুজে পাওয়া যায়নি। তবে রোহানের বাবা চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারের নিকট তার মুঠো ফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি বিষয়টি জানেন না বলে এড়িয়ে যান। ভুক্তভোগী হেলাল, রোহান কর্তৃক তার উপর সন্ত্রাসী হামলা ও তার টাকা ছিনতাই করার বিচার দাবী করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *