
স্টাফ রিপোর্টারঃ
ভোলা বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ৮নং ওয়ার্ড আলতু সরদার ( ছিডাইল্লা) বাড়িতে পূর্বশত্রুতার জেরধরে আব্দুল মন্নান গংরা একই বাড়ির উঠানে বসতঘর উত্তোলন করেন।
এতে ওই বাড়ীর তিনটি পরিবারের বশবাসের ভীগ্ন ঘটে।
মোঃ নোয়াব অভিযোগ করে জানান, আব্দুল মন্নান গংরা দুষ্ট প্রকৃতির লোক আমরা ছোটবেলা থেকে দেখে আসছি তারা বাড়ির সকলের সাথে অযথা বিরোধ করে আসছে।
এলাকার কোনো শালিশের তোয়াক্কা করেনা তারা, গত ১৫ ফেব্রুয়ারি ২০২২ ইং তারিখে তাদের ঘরের পাশে থাকা আমার জমি তারা জবর দখল করতে চায়।
আমি আমার জমি তাদেরকে দিতে অপারগতা স্বীকার করলে তারা ক্ষিপ্ত হয়ে বাড়ির উঠানে তাদের বসতঘর উত্তোলন করেন।
এব্যাপারে আব্দুল মন্নান ওতার ছেলেদের কাছে জানতে চাইলে তারা জানান,বাড়ীর উঠান আমাদের, তাই আমরা যা খুশি তাই করবো আর তারা ও তাদের জমিতে যা খুশি তাই করুক আমাদের কোনো আপত্তি নেই।
কোন সালিশির তোয়াক্কা আমরা করিনা এবং তাদের কোনো কাজেও আমরা বাধা দিবোনা।
এলাকাবাসী জানান, আব্দুল মন্নান গংরা রাগে ক্ষোভে বাড়ির উঠানে বসতঘর উত্তোলন করে বাড়ির পরিবেশ নষ্ট করছে এবং তিনটি পরিবারের বসবাস করার বিঘ্ন ঘটাচ্ছে।
ভুক্তভোগী একই বাড়ীর তিনটি পরিবার আব্দুল মন্নান গংদের জুলুমবাজীর হাত থেকে বাচার জন্য এলাকার গন্যমান্য ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।