
আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।
বিজয় শোভাযাত্রার মধ্য দিয়ে ভোলা-১ সদর আসনে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু করেছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী, সাবেক শিল্প ও বানিজ্য মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় জেলা আওয়ামীলীগের আয়োজনে এ বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ৭ জানুয়ারী অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু করেন প্রার্থীরা। তারই ধারাবাহিকতায় ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে বিকাল ৩ টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে এক বিশাল বিজয় শোভাযাত্রার আয়োজন করেন জেলা আওয়ামী লীগ। শোভাযাত্রাটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিজয় শোভাযাত্রা মূলত নির্বাচনী শোভাযাত্রা ও নৌকার শোডাউনে পরিনত হয়।
শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারির নির্বাচনে নৌকায় ভোট দিতে দলমত নির্বিশেষে সকলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। তিনি আরও বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলমত নির্বিশেষে সবাই নৌকার জন্য কাজ করেন, নৌকা মার্কায় ভোট দিন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভোলা -১ আসনের জনগন বিগত ৮টি নির্বাচেন ভোটাররা জননেতা তোফায়েল আহমেদ কে নির্বাচিত করে
সংসদে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবারও স্বতস্ফুর্ত ভাবে ভোট দিয়ে একজন নিরেট ভদ্রলোক ও নিরহংকারী ভোলার উন্নয়নের রূপকার হিসেবে তাকেই ভোট দিবেন। তাই আপনারা আগামী ৭ জানুয়ারী সকলে ঐক্যবদ্ধ হয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মর্কায় ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করবেন। এ সময় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার মার্কা এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে দলীয় নেতাকর্মী ও ভোটারদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ এই নেতা।
এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকীব, এনামুল হক আরজু, ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ, উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আজিজুল ইসলাম ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ভোলা সদর উপজেলার প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যানদের নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়। এ ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মী শতস্ফূর্ত ভাবে অংশ নেয়।