ভোলায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় আ’লীগ প্রার্থীর কর্মী আহত

স্টাফ রিপোর্টার ভোলা

পঞ্চম ধাপে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আনারস প্রতিকের স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর সমর্থকদের হামলায় আওয়ামী লীগ প্রার্থীর কর্মী আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ইলিশা ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় ইউনিয়ন যুবলীগ নেতা বনি আমিন পিন্টু গুরুতর আহত হয়েছে। আহত বনি আমিন ভোলা সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

ইলিশা ইউনিয়ন আওয়মী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী সোহরাওয়ার্দী মাস্টার অভিযোগ করে বলেন, দুপুর ১২টার দিকে ইলিশা ইউনিয়নের রাস্তা মাথা এলাকায় নৌকা প্রতিকের প্রচারণা চালায় তার নেতাকর্মীরা। এসময় আনরস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন ছোটনের কর্মী-সমর্থক শাহিন, , মাকসুদ ও নিজামসহ ১৫-২০জনের একটি গ্রুপ আমার কর্মী বনি আমিন পিন্টুকে একা পেয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোহরাওয়ার্দী মাস্টার আরো অভিযোগ করে বলেন, বিদ্রোহী প্রার্থী এর আগেও একটি উঠান বৈঠনে প্রকাশ্যে লাঠিসোঠা বানানোর জন্য তার কর্ম-সমর্থকদের নির্দেশ দিয়েছেন। এসকল উস্কানিমূলক বক্তব্য দিয়ে সে এলাকায় আইশৃঙ্খলা পরিস্থিতি অস্বাভাবিক করে তুলছেন বলেও অভিযোগ করেন তিনি।

এব্যপারে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী আনোয়ার হোসেন ছোটন অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা প্রতিকের লোকজন পৃথক তিনটি স্থানে হামলা চালিয়ে আমার কর্মী-সমর্থকদের আহত করেছ।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত হোসেন জানান, উভয় পক্ষই হামলার বিষষে মৌখিকভাবে জানিয়েছে। কেউ এখনও লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *