ইসি গঠনে ১০ জনের নাম চুড়ান্ত

ইসি গঠনে ১০ জনের নাম চুড়ান্ত

মোঃ ফরিদ উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি ১০ জনের নাম চুড়ান্ত করেছেন।আজ বিকালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে ছয় সদস্যের সার্চ কমিটি বৈঠকে বসেছিল।এ বৈঠকে ১০ জনের নাম চুড়ান্ত হয়।

মহামান্য রাষ্ট্রপতির কাছে আগামী বৃহস্পতিবার এই তালিকা জমা দিবে।এ ১০ জনের মধ্য থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চার জন নির্বাচন কমিশনার নিয়োগ দিবেন।

এর আগে সার্চ কমিটি ১৪ই ফেব্রুয়ারী ৩২২ জনের নামের তালিকা প্রকাশ করেছিল।গত রবিবার কমিটি বৈঠক করে ১২-১৩ জনের একটি সংক্ষিপ্ত তালিকা করে। আজকের বৈঠকে তাদের মধ্য থেকে ১০ জনকে বাচাই করা হয়ছে।
রাষ্ট্রপতির কাছে পাঠানোর আগে নাম প্রকাশের দাবি উঠলেও নাম না প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

উল্লেখ্য যে,এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠন হচ্ছে। গত ২৭ জানুয়ারী জাতীয় সংসদে আইন পাশের পর ৫ ফেব্রুয়ারী আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের নের্তৃত্বে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।আইন অনুযায়ী সার্চ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে ১০ জনের নাম সুপারিশ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *