
ভোলা প্রতিনিধি।
ভোলা সদর মডেন থানার এ এস আই মোঃ নাজির হোসেন ( নিরস্ত্র) বরিশাল বিভাগে ২০২৩ সালের অক্টোবর- নভেম্বর মাসের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হয়েছেন। ২৪ জানুয়ারি বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জের ডিআইজি বিপিএম সেবা পিপিএম মোঃ জামিল হাসান তার হাতে ভলো কাজের স্বীকৃতি স্বরূপ নগদ অর্থ পুরস্কার এবং প্রশংসাপত্র তুলে দেন। এ এস আই মোঃ নাজির হোসেন জানান, তিনি ভোলা সদর মডেল থানায় কর্মরত থাকা অবস্থায় বরিশাল রেঞ্জ ডিআইজি স্যারের কাছ থেকে ৭ টি পুরস্কার এবং ভোলার পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে ১০/১২ বার পুরস্কার গ্রহন করেছেন।