
দিনাজপুর,প্রতিনিধি।
দিনাজপুর ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক ভারতীয় ফেনসিডিল সহ ৩জনকে আটক করেছে বলে জানা যায়। আজ (১৫ মে) সোমবার সকাল ১০ ঘটিকায় জেলার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ রুদ্রানী বিওপির টহল কমান্ডার নায়েক রিংকু রঞ্জন সুত্রধর এর নেতৃত্বে সীমান্ত পিলার ৩০৩/৩-এস (জিআর- ৮২২১৮৩,ম্যাপসীট নং ৭৮/সি-১৫) হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মধ্য রুদ্রানী রাস্তার পাশে বাড়ির সামনে হতে ১১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল,১টি মোটর সাইকেল,৩টি মোবাইল,৩টি সীমকার্ড এবং ০১টি প্লাষ্টিকের বস্তাসহ (ক) দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার রুদ্রানী গ্রামের বেলাল সরকারের ছেলে মোঃ হানিফ সরকার (৩৫),
জেলার হাকিমপুর উপজেলার বিষাপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে (খ) মোঃ রেজাউল করিম (৫৫),নওপাড়া মহল্লার মৃত মোবারক হোসেনের ছেলে (গ) মোঃ মনিরুল হক(৫০),আটক করতে সক্ষম হয় বিজিবি।
উক্ত আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ২,০৩,০১৫/- (দুই লক্ষ তিন হাজার পনের) টাকা। আটককৃত আসামীসহ জব্দকৃত মালামাল দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়।