দৌলতখানে মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

দৌলতখানে মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

ভোলা প্রতিনিধি

দৌলতখান উপজেলার চরপাতা চৌধুরী মিয়ার হাট জামেয়া মোহাম্মদিয়া দারুসসুন্নাহ মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা রুজু করেছেন ওই মাদরাসার সভাপতি ও চরপাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান খান তালুকদার।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০০৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মাদরাসা ছাত্রদের পরীক্ষার ফি এর খরচ বাদ অতিরিক্ত অনুমান ৬০ লাখ টাকা এবং রমজান মাসের অনুদান ও কোরবানির মৌসুমে চামড়ার আয় বাবদ বিগত ২৭ বছরে (১৯৯৬ সাল থেকে ২০২১) সাল পর্যন্ত বিভিন্ন আয় বাবদ ৩৫ লাখ টাকা এবং পুর্ব ভিটির দোতালা ভবন নির্মাণ বাবদ ফজলুল হক তালুকদারের প্রদত্ত অনুদানের ৩০ লাখ টাকার মধ্যে ১৫ লাখ টাকা, বাৎসরিক মাহফিল বাবদ প্রতি বছর অনুমান ৬ লাখ টাকা ইনকাম হয়।কিন্তু ওই টাকা মাদরাসা কর্তৃপক্ষ অনুমোদনহিন খেয়াল খুশি মতো ভোগ করায় বিগত ২৭ বছরে মাহফিলের ইনকামের ২৭ লাখ টাকা এবং প্রতি মাসে চাটাই খরিদ করা বাবদ ছাত্রদের কাছ থেকে মাসিক ২০ টাকা হারে ৫০ জন ৫০০ জন ছাত্রের প্রতি মাসে ১০০০ হাজার টাকা হারে ২০ বছরে ২৪ লাখ টাকাসহ সর্ব সাকুল্যে ৬১ লাখ টাকা আত্মসাৎ করেছেন মর্মে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে তাদেরকে ধারাবাহিক তাগাদা দেয়া সত্বেও তারা হিসাব না দিয়ে নানা অজুহাতে তালবাহানা করতে থাকে। সর্বশেষ ১/১১/২০২২ ইং তারিখে মাদরাসার হিসাব রক্ষক মাওলানা নুর ছলাইমান পাটোয়ারী হিসাব দিতে পুরো পুরি অস্বীকার করেন। পরে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা রুজু করেছন এই সভাপতি। যার মামলা নং সি আর/১৯০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *