দৌলতখান চরপাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দশ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত

দৌলতখান চরপাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে দশ দফা বাস্তবায়নের দাবীতে মানববন্ধন পালিত

ভোলা প্রতিনিধিঃ

বিএনপি চেয়ারপার্সন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, বিদ্যুৎ, গ্যাস,সার,দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতি,আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং পুর্ব বিএনপির ঘোষিত ১০ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চরপাতা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বুধবার বিকেলে নইমুদ্দিন বাজারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধন কর্মসূচির অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও চরপাতা ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ গিয়াসউদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন, দৌলতখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন হাওলাদার, সহ সভাপতি নিজাম উদ্দিন ভুইয়া,যুগ্ম সাধারণ সম্পাদক ও কৃষক দলের সভাপতি আলমগীর মাষ্টার, চরপাতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফকরুল মোল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *