পক্ষিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

পক্ষিয়া ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে হাজারো মানুষের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন সরদার ও তার লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেছে হাজার – হাজার মানুষ।
ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাগর হাওলাদারের বিরুদ্ধে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন তারা।
বুধবার বিকালে বোরহানগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় হাজার- হাজার মানুষ অংশগ্রহণ করেন। চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে দায়ের কৃত মিথ্যা মামলা মহামান্য হাইকোর্ট থেকে জামিন নিয়ে বুধবার এলাকায় আসেন চেয়ারম্যান আলাউদ্দিন সরদার। বিকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসলে মিথ্যা মামলার প্রতিবাদে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল করেন হাজার – হাজার মানুষ। এসময় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় চেয়ারম্যান আলাউদ্দিন সরদার বলেন, আমিসহ আমার পরিবার ও আমার নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে একের পর এক মিথ্যা মামলাসহ মোট ৪ টি মিথ্যা মামলা দেয় আমার নির্বাচনি প্রতিপক্ষ নাগর হাওলাদার ৷ প্রতিপক্ষ নাগর হাওলাদার নির্বাচনে হেরে গিয়ে তার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। পক্ষিয়া ইউনিয়নের জনগন ও
বোরহানগঞ্জ বাজার ব্যবসায়ীদেকে সাথে নিয়ে সকল হামলা ও মিথ্যা মামলা মোকাবিলা করবেন তিনি। অন্যদিকে সাবেক চেয়ারম্যান মোঃ নাগর হাওলাদার অভিযোগ অস্বিকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *