
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের পাঞ্জাবের তরন তারণ জেলায় ভারত- পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ ) এর গুলিতে নিহত হয়েছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারী। শুক্রবার ( ১১ আগস্ট ) ভোরে ওই পাক অনুপ্রবেশকারী ভারতীয় ভূখন্ডের দিকে এগিয়ে আসছিল তাকে সতর্ক করা সত্ত্বেও কোনও কথায় কর্ণপাত করেনি সে। ঝুঁকির আশঙ্কায় বিএসএফ জওয়ানরা গুলি চালান, তাতেই ওই পাক অনুপ্রবেশকারীর মৃত্যু হয়েছে। বিএসএফ পাঞ্জাব ফ্রন্টিয়ারের পিআরও জানিয়েছেন, ” শুক্রবার (১১ আগস্ট ) ভোরে বিএসএফ এর জওয়ানরা তরন তারণ জেলার অন্তগর্ত থেকালান গ্রামের সীমান্তবর্তী এলাকার সীমান্ত কাঁটাতারের কাছে এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। জওয়ানরা তাকে সতর্ক করেন, কিন্তু সে থেমে থাকেনি এবং এগিয়ে আসতে থাকে। আসন্ন ঝুঁকি অনুধাবন করে বিএসএফ জওয়ানরা আত্মরক্ষায় দুস্কৃতীকে লক্ষ্য করে গুলি চালায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”