প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৫ই আগস্ট ০২৪ইং তারিখে আজকের দেশবাণী পত্রিকায় ভোলা পশ্চিম ইলিশায় জার্সি বদল করে সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে সন্ত্রাস লুটপাটের অভিযোগ শিরোনামের প্রকাশিত সংবাদের প্রতি আমার দৃষ্টিগোচর হয়েছে।

মূলত শেখ হাসিনার পদত্যাগের পর এলাকার কিছু দুষ্কৃতী লোক সাধারণ মানুষের জায়গা, বাড়িঘর দখল করার চেষ্টা করে,স্থানীয় অটো ড্রাইভারের কাছ থেকে ২৫ শত টাকা ও বিএনপির এক লোকের ঘর ভেঙ্গে দিয়ে ১ লক্ষ টাকা তারা আদায় করে নেয়,আমি একজন বিএনপির সমর্থক ও ২০১১ সাল থেকে আমি পশ্চিম ইলিশা ইউনিয়নের ছাত্র দলের সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করে আসছি। আমি তাদেরকে উক্ত নৈরাজ্যের বাধা দেই। এই বাধাকে কেন্দ্র করে তারা আমাকে ছাত্রলীগের সাথে জড়িয়ে তারা বলে আমি নাকি এলাকার নৈরাজ্য সৃষ্টি করেছি,

এবং ঠিকাদার আক্তার হোসেনের ইট, বালু,রড, সিমেন্ট ও পাথর লুট করে নিয়েছি। এলাকার কিছু কুচক্রীমহল ও মুল হোতা বাহালুলকে আমি তার চাদাবাজীর বিরুদ্ধে বাধা দেই। এসুবাধে বাহালুলের ইন্দনে সমাজে আমার সম্মান হানী করার জন্য ও ব্যক্তিক শত্রুতা ও সার্থ হাসিলের জন্য ঠিকাদার আক্তার হোসেনের মাধ্যমে সাংবাদিক ভাইদেরকে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে পত্রিকার সংবাদ প্রকাশ করান,তবে আক্তারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন আমি সাংবাদিকদের কোন তথ্য দেই নাই এবং সাংবাদিক মিজানের বক্তব্য ও নিউজে রয়েছে এব্যাপারে তাকে জিঙ্গাসা করলেও তিনি বিসয়টি অস্বীকার করে এড়িয়ে যান। উক্ত শিরোনামের নিউজের তথ্য আমার বিরুদ্ধে দেওয়া তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
আমি আওয়ামীলীগ কখনই করি নাই। আমার বিরুদ্ধে দেওয়া উক্ত প্রকাশিত নিউজটির প্রতি তীব্র নিন্দা জানাই।

বিনীত,
মোঃ সালাহউদ্দিন,
ইলিশা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড ভোলা সদর ভোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *