বৃষ্টির প্রত্যাশায় ভোলায় ইস্তেস্কা নামাজ আদায়

আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।

সারা দেশের ন্যায় ভোলায় যখন তীব্র দাবদাহে অতিষ্ঠ মানুষ, তখন মহান আল্লাহর দরবারে বৃষ্টির প্রার্থনা করে সালাতুল ইস্তেস্কা নামাজ আদায় করেছেন ভোলার ধর্মপ্রান মুসল্লিরা। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এ সালাতুল ইস্তেস্কার নামাজ আাদায় করা হয়।

বাংলাদেশ জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ এ নাজের আয়োজন করে। ভোলার বিভিন্ন এলাকার মুসল্লিরা এ নামাজে অংশ নেয়।

প্রখর রোদ ও গড়ম উপেক্ষা করে নামাজ আদায় করার পর খোতবা শেষে মুসল্লিরা বালা মছিবত দুর করে বৃষ্টির প্রত্যাশায় দোয়া মোনাজাত করা হয়। নামাজ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন ভোলা কাবিল মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম। এ সময় আয়োজকরা বৃষ্টি না হওয়া পর্যন্ত আগামী দুইদিন এ নামাজ আদায় করার ঘোষনা দেয়।

এছাড়াও আজ ভোলা জেলার সদর উপজেলার ইলিশা জংশন ও চরফ্যাশন উপজেলায় এ ইস্তেস্কার নামাজ আদায় সহ বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা সভাপতি মাওলানা মুফতি ইয়াছিন নবীপুরি, আলীনগর আজিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা তৈয়বুর রহমান, চরপাতা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা সফিউদ্দিন, বাংলাদেশ ইসলামি আন্দোলনের ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম তারেক ও জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের যুগ্ম-সাধারন সম্পাদক মাওলানা আক্তার হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *