
মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন প্রতিনিধি।
বোরহানউদ্দিনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২১ ও উদযাপন উপলক্ষে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের ৫ টি ক্যাটাগরীতে সম্বর্ধনা.আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে জয়িতাদের সম্বর্ধনা পুরস্কার ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ বৃহস্পতিবার
সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা মাহফুজা ইয়াসমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, নারী জাগরণের পথিকৃত বেগম রোকেয়ার জীবন থেকে শিক্ষা নিতে হবে।নারী শিক্ষার কোন বিকল্প নেই।নারী অধিকার আদায়ে নারীদের আপন যোগ্যতার মাপকাঠিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
অনুষ্ঠানের উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া তার বক্তব্যে বলেন বাংলাদেশে আজ অন্যতম মডেলের রূপান্তরিত হয়েছে, সারা দেশ আজ উন্নত এখানেও নারীদের অসামান্য ভূমিকা রয়েছে, আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নারী তার অবদানে আজ বাংলা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নারীরা আজ নেতৃত্ব দিতে শিখেছে, সকল বাস্তব শিক্ষায় মেয়েদের ভূমিকা রয়েছে আমাদের বাস্তব শিক্ষার প্রয়োজন আছে সকল ক্ষেত্রে আমাদের বাস্তব শিক্ষা গ্রহণ করতে হবে।মেয়েরা এখন আর ঘরে আবদ্ধ হয়ে থাকে না।
পরে ‘জয়িতা অন্বেষনে বাংলাদেশ কার্যক্রমের আওতায়’ ৫ ক্যাটাগরিতে ৫ জন জয়িতাদের মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও সম্মননা পত্র প্রদান করা হয়।অর্থনীতিতে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন নাসরিন আক্তার মৌসুমী পিতা মোঃ মজিবুল হক টবগী ৩নং ওয়ার্ড বোরহানউদ্দিন তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন নাসরিন আক্তার মৌসুমীর মমতাময়ী মা চম্পা বেগম। শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে ক্রেস্ট পেয়েছেন তাহমিনা বেগম, পিতা কাজী আব্দুল মজিদ, মাতা অহিদা বেগম,১ নং ওয়ার্ড বোরহানউদ্দিন পৌরসভা। সফল জননী হিসেবে ক্রেস্ট পেয়েছেন মনোয়ারা বেগম, স্বামী নূর মোহাম্মদ, শহীদ আবি আব্দুল্লাহ সড়ক বোরহানউদ্দিন পৌরসভা, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করেছেন যে নারী হিসেবে ক্রেস্ট গ্রহণ করেন, নাজমা বেগম পিতা মোঃ চান মিয়া তালুকদার মাতা বিবি আরজু বেগম।
সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী নাম: আরজু বেগম, স্বামী আব্দুল আলী মিয়া, মাতা রিজিয়া খাতুন, ঠিকানা বেপারি বাড়ি,পক্ষিয়া বোরহানউদ্দিন।এদের মধ্যে থেকে সাফল্য অর্জনকারী নারী হিসেবে নাসরিন আক্তার মৌসুমি জেলা পর্যায় থেকেও জয়িতা নির্বাচিত করা হয়েছে।
অনুষ্ঠানে সরকারী কর্মকর্তা-কর্মচারী,এনজিও প্রতিনিধি, সাংবাদিক, নারী নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।