বোরহানউদ্দিনে বাবা ও মা নির্যাতন প্রতিরোধ কমিটি করার দাবী মসজিদ মুসল্লীর

বোরহানউদ্দিন প্রতিনিধি।

ছেলে কর্তৃক বৃদ্ধ
বাবা ও মাকে নির্যাতন ঘটনায় স্থানীয় মসজিদে মসজিদ কমিটির পাশাপাশি বাবা ও মা নির্যাতন প্রতিরোধ কমিটি করার দাবী জানালেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নয়ামিয়ার হাট বাজার জামে মসজিদ মুসল্লী ও স্থানীয় বাজার ব্যবসায়ী শাহ মোহাম্মদ আলমগীর ওরফে আলম ডাক্তার। তিনি ছেলে কতৃক নির্যাতনের অভিযোগ এনে স্থানীয় মসজিদে শুক্রবার জুময়ার নামাজের পূর্বসময় তার বক্তব্যবে এসব কথা বলেন। তিনি এসময় স্থানীয় মসজিদ মুসল্লীদের উদ্দেশ্য আরো বলেন, সূরা নিসা বর্নিত সম্পত্তির বন্টন বিষয়ে আলোচনা উপস্থাপন করেন। সেখানে পুরো সম্পত্তি ৩ ভাগে ভাগ করা ও প্রথম ভাগ গরিব অসহায়ের মাঝে বিতরণকরাসহ ২য় ভাগ সম্পত্তি মসজিদ মাদ্রাসায় দান করা এবং ৩য় ভাগ সম্পত্তি ওয়ারিশ দের জন্য রাখার কথা বলেন তিনি। এসময় তিনি অভিযোগ করে বলেন, তার ছেলে ও পুত্রবধু কতৃক নির্যাতনের সিকার হন তিনি। তাই মসজিদ কমিটির পাশাপাশি আলাদা বৃদ্ধ বাবা ও মা নির্যাতন প্রতিরোধ কমিটি করার দাবী জানান। তাহলেই ছেলে কর্তৃক বৃদ্ধ বাবা ও মায়ের প্রতি নির্যাতনের মাত্রা কমে আসবে এমটি জানান তিনি।
৪ সন্তানের মধ্য নির্যাতন কারী ছেলে ও পুত্রবধুর নাম প্রকাশ না করে তিনি বক্তব্য প্রদান করেন। তবে তার বক্তব্যে ব্যাপক সারা ফেলেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *