ভৈরবে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য আটক করেছে র্র্যাব-১৪

এম.আর.সোহেল ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি।

গতকাল শনিবার ভোরে ভৈরবস্থ দুর্জয় মোড় থেকে ১টি বড় ট্রাক (চট্ট মেট্রো- ই-১১-৮০২৮) ভর্তি ভারতীয় পন্য সহ চালক ও হেলপারকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি- ২ ভৈরব ক্যাম্পের সদস্যগণ। ধূতরা হচ্ছে সিলেট এলাকার বাসিন্দা মোঃ ফজলু মিয়া (২৬) ও মামুন মিয়া। র‌্যাব ক্যাম্পের সিরিয়র সহকারী পুলিশ সুপার ও স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। শুল্ক ফাঁকি দিয়ে ট্রাক যোগে সিলেট থেকে ঢাকা যাবার পথে ৮০ হাজার ৬শ পিছ কিটকেট চকলেট, ১ হাজার ৪৪ পিছ ভাটিকা হেয়ার অয়েল, ১ হাজার ৪৪ পিছ ডাবর টুথপেষ্ট, ৪ শ ৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১ হাজার ৬শ ২০ পিছ ফিয়ামা সাবান, ৩শ ৬০ পিছ অলিভ অয়েল, ৪৮ পিছ পন্ডস ব্রাইট বিউটি ক্রিম, ৬০ পিছ জনসন বেবি হেয়ার অয়েল, ৭শ ২০ পিছ জনসন বেবি শ্যাম্পু, ৪ হাজার ৩শ ৮০ পিছ নবরতœ হেয়ার অয়েল, ৯শ ৬০ পিছ ডারব আমলা হেয়ার অয়েল, ১৩ হাজার ৬শ ৩২ পিছ ডাব সাবান, ৫শ ২৮ পিছ সেভেন হেয়ার অয়েল, ৫শ ২৮ পিছ বোরো প্লাস ক্রিম, ১১ হাজার ৫শ ২০ পিছ কাবেরী মেহেদী, ১১ হাজার ৫শ ২০ পিছ মিনি প্যাক শ্যাম্পু, ৭শ ৫০ পিছ এলোভেরা জেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপরদিকে ভৈরব রেলওয়ে জংশন ষ্টেশন এলাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধিন সাতগাঁও গ্রামের সামসু মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (৪০) এর মোটরসাইকেল থেকে ১শ ৯৯ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *