
ভোলা প্রতিনিধি।
ভোলার রাজাপুর ৮ নং ওয়ার্ডে ২১/০৫/২০২২ ইং রোজ শনিবার রাত ১২.৩০ মিনিটের সময় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে হামলা চালিয়ে দুই জনকে গুরুতর আহত করছে। আহতদেরকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত লাহাদ্দিন ও শিরিন আক্তারের অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আমাদের সাথে জায়গা জমি নিয়ে কাদের গংদের সাথে শত্রুতার জের ধরে শনিবার দিবাগত রাত ১২.৩০ মিনিট এর সময় মোঃ কাদের,আলম পন্ডিত, মান্নান, শাজাহান, মাইনুদ্দিন, নুর হোসেন দেশীয় অস্ত্র দা,রট, ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমাদের ঘরের পিছনের দরজা ভেঙে ঢুকে আমার স্বামীকে হত্যা করার জন্য কোপ দিলে আমি তাকে জড়িয়ে ধরি এতে তারা আমাদের দুই জনকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত ও জখম করে, পরে আমাদের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে আমাদেরকে উদ্ধার করে।
স্থানীয় একাধিক লোকজন জানান, আমরা তাদের ডাক চিৎকার শুনে এসে তাদেরকে রক্তাক্ত জখম অবস্থায় পাই এবং তাদের সবকিছু এলোমেলো অবস্থায় পরে পরে থাকতে দেখি আমরা তাদেরকে গুরুতরে আহত অবস্থায় উদ্ধার করি।
স্থানীয় মেম্বার জানান, আমি তাদের জায়গা জমির ঘটনাটি মীমাংসা করার জন্য অনেকবার চেষ্টা করে মীমাংসা করতে পারিনি।