
ভোলা প্রতিনিধি।
ভোলার উপশহর বাংলাবাজার টিটিসিএ সংলগ্ন পূর্বপাশে রুবিনা আক্তার ও নাজিম উদ্দিন গঙ্গদের বিরুদ্ধে জাল দলিল করে জমি দাবি ও প্রকৃত মালিকের উপর বিভিন্নভাবে নির্যাতন,হত্যার হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ।
মাওলানা ইকবাল হোছাইন জানান,রুবিনা আক্তারের কাছে ৮ বছর পুর্বে আমার পিতা মাওলানা মোস্তফা আমাদের একটি টিনের ঘর ভাড়া দেয় তাদেরকে থাকার জন্য। ৪ বছর ওই ঘরের ভাড়া দিয়ে পরবর্তিতে ঘর ভাড়া নিয়ে তারা নানান তাল বাহানা শুরু করে।পরে জানতে পারি সু’চতুর রুবিনা আক্তার এলাকার কিছু কুচক্রীদের কু’পরামর্শে উক্ত জমি বহিরাগত লোকের মাধ্যমে জাল দলিল করে ওই জমি সে নিজের বলে দাবি করেন।
তার এ দূর্ধষিতা দেখে আমি আদালতে মামলা করি রুবিনা আক্তারসহ নাজিমউদ্দিন গংদের বিরুদ্ধে যাহার মামলা নং সি আর ৮২/০২১।
বিজ্ঞ আদালত তাদেরকে দোষী সাব্যস্ত করে সাময়িক সময়ের জন্য জেল হাজতে প্রেরন করেন।
কিছুদিন তারা জেল হাজতে থাকার পর রুবিনা আক্তার ও নাজিমউদ্দিন গংরা ঢাকা হাই কোর্ট থেকে জামিনে বের হয়।
জামিনে আসার পর রুবিনা ও নাজিমউদ্দিন আরো বেপরোয়া হয়ে পরে। আমাদের উপর তাদের জুলুম নির্যাতন প্রতিনিয়ত বেরেই চলেছে।
তাদের অত্যাচারে আমাদের বেচে থাকা কঠিন হয়ে পরেছে।
আমার বিরুদ্ধে মিথ্যা নারী শিশু নির্যাতন মামলাসহ একাধিক মামলা করেছে তারা।
ইতি মধ্যে নারীও শিশু মামলাটি আদালতে মিথ্যা প্রমানিত হয়েছে।
তাদের করা আরো একটি মামলা আদালতে মিথ্যা প্রমানিত হয়েছে,যাহার মামলা নং এমপি ৩৪/০২৩ইং।
তাদের আরো একাধিক মিথ্যা মামলা চলমান রয়েছে আমার বিরুদ্ধে ।
মাওলানা ইকবাল হোছাইন আরো জানান,রুবিনা আক্তার ও নাজিমউদ্দিন আমার বশত ঘরে যখন তখন ভাংচুর করতে আসে আমিসহ আমার পরিবারের লোকদেরকে হত্যা করার হুমকি দেয়,আমার বশত ঘরে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ছুরে ফেলে দেয়।এভাবে আমাদের উপর জুলুম নির্যাতন করে থাকেন।
এলাকাবাসী জানান,মাওলানা ইকবাল হোছাইন অত্যান্ত ভদ্র মার্জিত ও ধার্মিক একজন মানুষ।বিতর্কিত রুবিনা আক্তার তার সাথে অন্যায় করছে,আমরা এর তীব্র নিন্দা জানাই,আমরা আশংকা করছি এ বিতর্কিত রুবিনা যে কোন সময় মাঃ ইকবাল হোছাইনের বড় ধরনের ক্ষতি করতে পারে।
আমরা যতটুকু যানি বর্তমানে মাঃ ইকবাল হোছাইন নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এব্যাপারে রুবিনা ও নাজিমউদ্দিনের বক্তব্য জানতে চাইলে তারা সাংবাদিকদের কোন প্রশ্নের জবার দিবেনা বলে এড়িয়ে যান।
ভুক্তভোগি মাওলানা ইকবাল হোছাইনের অসহায় পরিবার বিতর্কিত রুবিনা ও সন্ত্রাসী নাজিমউদ্দিন গংদের অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।