ভোলায় শেলটেককর্মীর মাদককর্মের বিষয়ে রাজনের প্রতিবাদ,ব্যাখ্যা

ষ্টাফ রিপোর্টার,ভোলা।

গত কয়েকদিন যাবত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রকাশিত ভোলায় শেলটেককর্মী নাজমুলের মাদক সেবনের একটি ভিডিও ভাইরালের সংবাদে একই প্রতিষ্ঠানের অপরকর্মী রাজনকে অহেতুক জড়ানো হয়েছে। বিষয়টি তার দৃষ্টিগোচর হয়েছে বলে জানিয়েছেন-উল্লেখিত প্রতিষ্ঠানে কর্মরত রাজন। গণমাধ্যমের কাছে পাঠানো এক প্রেসনোটে তিনি দাবী করেন,শেলটেককর্মী নাজমূল সাহেবের কৃতকর্মের সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। কে-বা কাহারা তার বিরুদ্ধে প্রকাশিত ওই সংবাদের সাথে আমাকে পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রনোদিতভাবে জড়িয়েছেন তা আমার বোধগম্য নয়। রাজন প্রকাশিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও জোড় প্রতিবাদ জানিয়েছেন। রাজন বলেন,দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান শেলটেক অত্যন্ত সুনামের সাথে দ্বীপজেলা ভোলায় তাদের উৎপাদন কাজ চালিয়ে আসছে। এখানে ভোলার শতশত মানুষ কাজকরে তাদের জীবিকা নির্বাহ করেন। আমিও তাদের মতো একজন সামান্য কর্মী। আমাদের কর্মের সাথে শেলটেকের সম্মান জড়িত। তাই কারো অন্যায়কাজের দায়ভার শেলটেকের নয়।
রাজন বলেন,প্রকাশিত সংবাদে আমাকে জড়ানো যেমনি ষড়যন্ত্রমূলক,তেমনি শেলটেকের নামটি উল্লেখ করাও অহেতুক-উদ্দেশ্যমূলকছাড়া আর কিছুই নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *