ভোলার চরফ্যাশনে ভূয়া বিয়ের নামে দীর্ঘদিন সংসার অতঃপর স্ত্রীকে অস্বীকার

বিশেষ প্রতিনিধি।

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ হামিদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষক, মাওলানা ফিরোজ কবিরের বিরুদ্ধে এক নারীকে ভূয়া বিয়ে করে দীর্ঘদিন সংসার করার পর ওই স্ত্রীকে অস্বীকার করার অভিযোগ পাওয়াগেছে। ভুক্তভোগি ফাতেমা বেগম জানান,আমার বাড়ী জিন্নাগর ৩নং ওয়ার্ডে আর ফিরোজ কবিরের বাড়ী ৪নং ওয়ার্ডে। ফিরোজ কবির আর আমি এই প্রতিষ্ঠানে লেখা পরা করতাম, কবির আমার সিনিয়র ছিলেন। তখন থেকেই ফিরোজ কবির আমাকে পছন্দ করতো। এক পর্যায় আমার পারিবারিক ভাবে বিয়ে হয়ে যায়। ফিরোজ কবির আমাকে না পেয়ে পাগলের ন্যায় হয়ে পরে এবং আমার সাথে যোগাযোগের চেষ্টা করে আমিও তার সাথে কথা বলতে থাকি আমার স্বামীর অবর্তমানে। ফিরোজ কবির আমাকে আমার স্বামীকে তালাক দিয়ে তার কাছে আসতে বলে সে আমাকে বিয়ে করবেন বলে আশস্ত করেন। আমি তার কথার কোন কর্নপাত না করলে সে আত্নহত্যা করে ফাঁসিয়ে দিবেন বলে হুমকি দেয়। এমতাবস্থায় আমি কোন উপায় না পেয়ে আমার বিবাহিত স্বামীকে তালাক দিয়ে তার কাছে চলে আসি। ফিরোজ কবিরও আমাকে তার বাড়ীতে নিয়ে যায়। ততক্ষণে কিছু লোক জন এনে তাদের সম্মুখে ফিরোজ আমাকে বলে আমি তোমাকে এদেরকে নিয়ে বিবাহ করেছি,আজ থেকে তুমি আমি স্বামী স্ত্রী। তিনি একজন আলেম মানুষ আমি তার কথার বিশ্বাস করে দীর্ঘদিন ধরে সংসার করতে থাকি। এক টানা চার মাস সংসার করার পর আমি আমার বাপের বাড়ীতে বেড়াতে যাই। বেড়ানোর সময় শেষ করে আমি আমার স্বামী অর্থাৎ ফিরোজ কবিরের বাসায় আসি। ঠিক তখনী আমার স্বামী ফিরোজ কবির আমাকে না চেনার ভান করে ঘর থেকে আমাকে বাহির করে দেয়। সে বলে আমি তার কিছুই হইনা। আমাকে বিয়ে করার কথা ও অস্বীকার করেন। এখন সে আমাকে কোন ভাবেই স্ত্রীর মর্যাদা দিচ্ছে না, আমার সাথে প্রতারনা করছে। এলাকাবাসী জানান,মাওলানা ফিরোজ কবিরকে আমরা অনেক ভাল জেনেছি, ফাতেমাকে অন্য সংসার থেকে এনে বিয়ে করে পরে আবার বিয়ে অস্বীকার করে ফাতেমা এতিমের মত মেয়েটার সাথে ফিরোজ কবির অন্যায় ও জুলুম করছে। আমরা চাই ফিরোজ কবির ফাতেমাকে নিয়ে সংসার করুক। তা না হলে ফিরোজের বিরুদ্ধে প্রতারনার দায়ে কঠিন বিচার হউক আমরা প্রশাসনের সুদৃষ্টি কামনা করি। যদিও ফাতেমা বেগম, ফিরোজ কবিরের বিরুদ্ধে ভোলা জজকোর্টে একটি নারী-শিশু মামলা দায়ের করেছেন ওই মামলায় ফিরোজ কবির হাই কোর্ট থেকে জামিন এনে সাহেনসা হয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। ভুক্তভোগী অসহায় অবলা নারী ফাতেমা তার স্বামীর সংসার ফিতে চায়। সে জন্য এলাকার সচেতন মহল ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *