ভোলার দক্ষিণ আইচায় যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

ভোলার দক্ষিণ আইচায় যৌতুকের জন্য স্বামীর হাতে স্ত্রী খুন

মোঃ ফরিদ উদ্দিন, আজকের দেশবাণী।

ভোলা জেলার দক্ষিণ আইচা থানাধীন ৯ নং চরমানিকা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মোঃ কাজল দালালের ছেলে মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোসাঃ কুলসুম বেগমকে স্বামী মোঃ সাইফুল নিজে এলোপাতাড়ি ভাবে পিটিয়ে হত্যা করে।কুলসুমের ৩ বছরের একটি কন্যা সন্তান আছে।

স্থানীয় ভাবে জানা যায়,পাশ্ববর্তী ইউনিয়ন উত্তর আইচা হলুদ দালান নামক স্থানের আঃ মজিদের মেয়ে কুলসুম বেগমকে যৌতুকের দাবিতে স্বামী সাইফুল ও তার শ্বশুড়ী মারধোর করে এতে কুলসুম গুরুতরভাবে আহত হয়।আজ ১৯/১০/২০২২ইং চিকিৎসার জন্য কুলসুমকে শের-ই-বাংলা হাসপাতাল বরিশালের উদ্দেশ্যে নেওয়ার প্রাক্কালে ভোলার ভেদুরিয়া ঘাট নামক স্থানে পৌঁছলে মৃত্যুবরণ করে বলে ধারণা করেন।

দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন বলেন,আজ ১৯/১০/২০২২ ইং বিকাল আনুমানিক ৪ টার সময় খবর পেয়ে আমার ফোর্স লাশ উদ্ধার করে দক্ষিণ আইচা থানায় নিয়ে আসে।রাতে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালে প্রেরন করা হবে।মামলা প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *