ভোলার বোরহানউদ্দিনে যুবলীগের পরিচয়ে অসহায় মানুষের ওপর নির্যাতনের অভিযোগ

ভোলার বোরহানউদ্দিনে যুবলীগের পরিচয়ে অসহায় মানুষের ওপর নির্যাতনের অভিযোগ

রিপোর্ট,মিলি সিকদারঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসান নগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জিহাদ(৩৩)পিতা- আবু জাহের, রুমা বেগম (২৪) স্বামী মোঃ জিহাদ,স্বামী ও স্ত্রীকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। উভয় হাসান নগর ৪ নং ওয়ার্ডে বসবাস করেন।

ভুক্তভোগী রুমা বেগম জানান- আমার মেয়েকে বাসার সামনে দুষ্টামি করে ওই সময় লিটন এর ছেলে শান্ত বার বার আমার মেয়ের গায়ের ওপর ছাগল ওঠাইয়া দেন এইভাবে কয়েকবার দিলে আমার মেয়ে চিৎকার করে উঠলে আমার স্বামী ঘটনাস্থলে এসে শান্তকে রাগ করলে লিটন এসে আমার স্বামীকে প্রথমেই জুতা দিয়ে কয়েকটা বাড়ি দেন।

আমি তাদের ঝগড়া থামাতে মাঝখানে দাঁড়ালে আমাকে জিআই পাইপ দিয়ে কয়েকটা বাড়ি দিলে আমার বাম হাতে ব্যথা পাই। পরে স্হানীয় লোকজন আমাকে চিকিৎসার জন্য বোরহানউদ্দিন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন।

আরেক ভুক্তভোগী জিহাদ বলেন- আমার মেয়েকে ভয়ভীতি দেখায় বিধায় লিটন এর ছেলেকে আমি রাগ করে বলি, তোমার বয়স আর আমার মেয়ের বয়স কি এক। এই কথা বলতেই লিটন তার পা থেকে জুতা নিয়ে আমাকে মারতে থাকে। লিটন হাসান নগর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক।

হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটের মসজিদের সভাপতি মোঃ মহিউদ্দিন জানান- লিটন এর ছেলে শান্ত ছাগল নিয়ে যাওয়ার সময় জিহাদের মেয়ে ভয়ে চিৎকার দেয়,চিৎকার শুনে জিহাদ এসে লিটনের ছেলে শান্তকে রাগ করে, লিটন ও জিহাদ কথার কাটাকাটির মধ্যে একপর্যায়ে জিহাদকে জুতা দিয়ে বাড়ি মারে লিটন।জিহাদের স্ত্রী ছাড়াতে এসে, সেও বাড়ি খায়। এ বিষয়ে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন মিয়া জানান, অভিযোগ পেলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *