
মিলি সিকদার,বোরহানউদ্দিন প্রতিনিধি।
যোগাযোগের অন্যতম মাধ্যম রাস্তা, একটি সুন্দর রাস্তা যোগাযোগের ক্ষেত্রে বৈচিত্র্য এনে দিতে পারে। সেই রাস্তাটি যদি জরাজীর্ণ থাকে তাহলে তো জনগনের দুঃখ-দুর্দশার কমতি নেই। হ্যাঁ বলছিলাম ভোলার বোরহানউদ্দিন উপজেলার নুর মিয়ার হাট টু হারুন মিয়ার হাটের জনগুরুত্বপূর্ণ সড়কের কথা। দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল এই সড়কটি, জনগণের দুঃখ-দুর্দশার কমতি ছিল না প্রতিদিন অনেক মানুষের যাতায়াত এই সড়কে। কিছুদিন হলো রাস্তাটির নতুন করে নির্মাণের কাজ চলছে। কাজটি পেয়েছেন মোহাম্মদ হাওলাদার ট্রেডার্সের ঠিকাদার মোঃহারুন অর রশিদ। যার বাজেট ১ কোটি ২৫ লাখ টাকা অর্থবছর ২১-২২ ইং।সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণাধীন রাস্তার নির্মাণ সামগ্রী অত্যন্ত নিম্নমানের যা অত্যন্ত দুঃখজনক। যদি এই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করা হয় তাহলে কিছুদিনের মধ্যেই তা আবার পুনরায় জনগণের জন্য দুর্ভোগের কারণ হবে। অভিযোগ করে স্থানীয় এক বাসিন্দা মোহাম্মদ নূরুল ইসলাম জানান, এত নিম্নমানের ইট পৃথিবীর কোথাও তিনি দেখেননি রাস্তার ব্রিক এজিং এর দুপাশে মাটি নেই। তিনি আরো বলেছেন এই রাস্তা করার চেয়ে না করাই ভালো। স্থানীয় আরেক বাসিন্দা সিরাজ সংবাদকর্মীদের কে জানান, নিম্নমানের ইট দিয়ে আমাদের নদীভাঙ্গন এলাকার রাস্তায় কাজ চলছে আমাদের এলাকাবাসীর দাবি রাস্তার শেষের কাজটা যাতে ভালোভাবে হয়। বিষয়টি নিয়ে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে কথা বলেন ইব্রাহিম। তার কাছে রাস্তা নির্মাণের তথ্য চাইলে তিনি অপরাগতা প্রকাশ করেন।বরং তিনি মুঠোফোনে সংবাদ কর্মীদের বিকাশ নাম্বার চেয়েছেন।এ বিষয়ে ভোলা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল জানান, যদি নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণ কাজ চলে তাহলে তিনি তা তুলে ফেলে দিয়ে নতুন করে রাস্তা নির্মাণ করে দিবেন। এই বিষয়ে উপজেলা নির্বাহী প্রকৌশলী শ্যামল কুমার গাঈন সাথে যোগাযোগ করা হলে তিনি অপারগতা প্রকাশ করেছেন,জনগুরুত্বপূর্ণ এই সড়কে নির্মাণের বিষয়টি খতিয়ে দেখার জন্য যথার্থ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।