ভোলা দক্ষিন আইচায় পুর্ব শত্রুতার জেরধরে বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

দক্ষিন আইচা প্রতিনিধি।

ভোলার দক্ষিণ আইচা চরমানিকা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হানিফ মেস্তুরীর মেয়ে ছফুরা বেগমের সাজানো সুপারী বাগানের ১৪ টি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা বলে ছফুরাও এলাকাবাসী জানান।

ছফুরা জানান,পার্শ্ববর্তী রাজ্জাক কাজী ও ইব্রাহিম কাজীদের সাথে উক্ত বাগানের জমিজমা সংক্রান্ত বিষয়ে কোন্দলের মামলা আদালতে চলমাম রয়েছে।

গত ২৫/০৫/২০২৩ ইং ছফুরা বেগম তার বাগানের কাছে পার্শ্ববর্তী কাজী বাড়ীর রাস্তায় ঘরের কাজের জন্য ইট নিয়া আসিলে কাজী বাড়ীর রাজ্জাক কাজী ও তার ছেলেরা ধারাল দা নিয়ে ছফুরাকে বিভিন্ন ভাবে হুমকি দেয়।
তারা এ বলে শাসিয়ে যায়, ছফুরাকে এই বাড়ীতে থাকতে দিবেনা তারা।এলাকার অন্য বাড়ীর পুকুর থেকে পানি ব্যাবহারে ও তারা বাঁধা দেয় ছফুরাকে।

২৭/০৫/২০২৩ ইং ছফুরার একটি পালিত কুকুর ঐ বাড়ীতে গেলে ধারাল দা দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেন ২৯/০৫/২০২৩ ইং চরফ্যাশন কোর্টে মামলা হয় যার তদন্ত চলছে।

গত রাতে ছফুরার সুপারী বাগানের ১৪ টি গাছ কেটে ফেলে দুর্বৃত্তরা। কোন্দলের রেশ ধরে অপুরনীয় ক্ষতিসাধনের পাশাপাশি প্রাননাশের হুমকি দিয়ে আসছে তারা।
এ বিষয়ে দক্ষিণ আইচা থানায় একটি অভিযোগ করা হয়েছে। অত্যাচারী কাজী বাড়ীর লোকদের কারনে ছফুরার পরিবার মানবেতর জীবনযাপন করছে।

ভুক্তভোগী ছফুরার অসহায় পরিবার রাজ্জাক কাজি ও ইব্রাহীম কাজির অত্যাচারের হাত থেকে বাচার জন্য প্রশাসের হস্থক্ষেপ কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *