
আশিকুর রহমান শান্ত,ভোলা প্রতিনিধি।
ভোলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট নজরুল হক অনু। প্রেসক্লাব সাধারণ সম্পাদক শামস-উল-আলম মিঠুর পরিচালনায় বিগত বছরে ক্লাবের কার্যক্রম, এজিএম ও পিকনিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সকল বিষয়ে আলোচনা করেন প্রেসক্লাব সহ-সভাপতি ওমর ফারুক, যুগ্ম সম্পাদক শিমুল চৌধুরী, কোষাধক্ষ্য ইউনুছ শরীফ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক এইচএম নাহিদ, পাঠাগার সম্পাদক এইচ এম জাকির, সাহিত্য ও সাংস্কৃত সম্পাদক এম রহমান রুবেল, নির্বাহী সদস্য আলামিন শাহরিয়ার ও মোহাম্মদ আলী জিন্না রাজিব।
আলোচনা শেষে শনিবার (৩০ ডিসেম্বর) রাত ৭ টায় বেবিল্যান্ড শিশু পার্ক ভোলায় এজিএম ও নৈশ ভোজের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের করণীয় এবং প্রেসক্লাবের সামগ্রিক বিষয় নিয়ে বিশেষ সিদ্ধান্ত গৃহীত হয়।