লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ গাড়ী আটক

লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ ২ গাড়ী আটক

এম ডি বাবুল সি,বিশেষ প্রতিনিধি।

লোহাগাড়া থানা পুলিশের বিশেষ অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৭০ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে মাদক কারবারে ব্যবহৃত একটি মাইক্রোবাস।

এ বিষয়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ও সি রাশেদুল ইসলাম বলেন চট্টগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম শফিউল্লাহ, বিপিএম সেবা মহোদয়ের দিক নিদের্শনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব আসাদুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার( সাতকানিয়া সার্কেল) জনাব মোঃ শিবলী নোমান’এর সার্বিক তত্বাবধায়নে অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম এর নেতৃত্বে লোহাগাড়া থানার এসআই(নি:)/মোঃ শরিফুল ইসলাম,পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ৩০ শে আগষ্ট২০২৩ ইং তারিখ ৩:০০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানাধীন চুনতি ইউনিয়নের চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপর অভিযান চালিয় ধৃত মাদারীপুর জেলার শিবচর থানা ও পৌরসভার ৫ নং ওয়ার্ডের গুয়াতলা বাহের চর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ১/ টিটু মিয়া (৪১) এবং একি এলাকার মৃত মোশারফ হোসের ছেলে ২/ আরজু খান (৩৫) এর
চালিত ও নিয়ন্ত্রনাধীন ০১(এক)টি হাইয়েছ মাইক্রোবাস, রেজিঃ নং-ঢাকা-মেট্টো-চ-১৩-৯৫৪৭ এর গ্যাস সিলিন্ডারের ভেতর হতে ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত ০১টি মাইক্রোবাসসহ আটক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *