হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা’র এলাকায় “মশা” মানুষকে বলে আয় তোরে খাই।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা’র এলাকায় “মশা” মানুষকে বলে আয় তোরে খাই।

স্টাফ রিপোর্টারঃ

এখানে আগত মানুষ মশার কামড়ে অতীষ্ট নিষ্কৃতি চায় তারা।

মশা ” এক ধরনের মাছি প্রজাতির পতঙ্গ।অধিকাংশ স্ত্রীমশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে থাকে।

পুরুষ মশা জীবনচক্রের তথ্যে একদিন বাঁচে।নারী সচরাচর ৬-৭ সপ্তাহ বেঁচে থাকে।পুরুষ মশা একদিন মাত্র বাঁচলেও,তাদের পরিস্থিতি একেবারে নাজুক হয়ে পড়ে।

এই ছোট মাছি প্রজাতির মশা দীর্ঘ ২৫০০ বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে। পৃথিবীতে প্রায় ৩৫০০ প্রজাতির মশা আছে।

সব প্রজাতির মশা মানুষকে কামরায় তারা মানুষের শরীরের নানা প্রকৃতির রোগ ছড়ায়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এলাকায় আমার স্ব-শরীয় উপস্থিতিতে অবলোকন করলাম মশার উপদ্রপ।

অবস্থা দেখে মনে হল,জীব দেহে জীবাণু ছড়ানো মশা’র নিধনে কর্তৃপক্ষের বিন্দুমাত্র তৎপরতা নেই।

বিদেশ থেকে আগমন আর বর্হিগমনে দর্শনার্থী,যাত্রীর কোন নিরাপত্তা নেই,মশার কামড়ে আর অসহ্য বোঁবোঁ শব্দে মানুষ অতিষ্ট।

সিটি কর্পোরেশনের কোন দায়িত্ব আছে কিনা তা ৩-৪ দিনেও দেখা মেলেনি। তা বিমানবন্দরে আসলে অনুমেয়।

আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশের নাগরিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *